এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ, মঙ্গলবার বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। পরে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মোট সাতজনের মৃত্যু হয়েছে। এগরার খাদিকুল গ্রামে একাধিক বাড়িতে অবৈধভাবে তৈরি হয় বাজি। প্রত্যেকটি বাড়িতে বেআইনিভাবে𓆉 মজুত থাকে বাজির মশলা। কোন বৈধ লাইসেন্স নেই তাদের। পরিবারগুলি বাজি তৈরি করেই টাকা উপার্জন করে। বেশিরভাগ বাড়িতে এভাবেই বছরের পর বছর বাজি তৈরির কাজ চলছে। আজ বিস্ফোরণ হতে বিষয়টি সামনে আসে। এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে বাজি কারখানাতে আজ, মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কৃষ্ণপদ বাগ🧸 ওরফে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ হতেই অবৈধ কারবার সামনে আসে।
কে এই কৃষ্ণপদ বাগ? বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ তৃণমূল কংগ্রেস কর্মী। পুলিশ এই ব্যক্তিকে আগেও গ্রেফতার করেছিল। কিন্তু সে জামিন পেয়ে যায়। মুখ্যমন্ত্রীর দাবি, এটি বেআইনি বাজি কারখানা। যার মালিক কৃষ্ণপদ বাগ। তাকে ২০২২ সালের ১৯ নভেম্বর গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালত থেকে জামিন পায় সে। এই বিস্ফোরণের ঘটনার পর থেকেই পলাতক কৃষ্ণপদ। তৃণমূলের লোক হলে গতবার কালীপুজোর সময় রাজ্য পুলিশ কেন গ্রেফতার করল? এই প্রশ্ন তুলেই বিজেপির অভিযোগ খণ্ডন করেন মুখ্ꦉযমন্ত্রী। এই ব্যক্তি আসলে সকলের থেকেই সুবিধা নিয়ে থাকে। আর অবৈধভাবে বাজি তৈরি করে। সেগুলি অন্যান্য জায়গায় সাপ্লাই দিয়ে মুনাফা করে। যারা মারা গিয়েছে তারা শ্রমিক। এই বিস্ফোরণের পরই 🍒গা–ঢাকা দেয় কৃষ্ণপদ ওরফে ভানু।
এদিকে বাজি কারাখানার ভিতর ছিন্নভ♌িন্ন হয়ে দেহ পড়ে রয়েছে। বিস্ফোরণে আস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে। বাড়িতে থাকা ব্য🐷ক্༺তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার পড়েছে। ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে যায়। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন। এমনকী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। এনআইএ তদন্ত নিয়ে কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।