꧂ আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী তরুণী। জানা গিয়েছে, ওই কেন্দ্রে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল তরুণী। তবে পরীক্ষায় বসার আগেই তাকে ধরে ফেলেন পরীক্ষকেরা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলায়। এই অবস্থায় কার হয়ে তরুণী পরীক্ষা দিতে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: ⭕মাধ্যমিক পরীক্ষার সময়ই উঠল প্রসব–যন্ত্রণা, তড়িঘড়ি হাসপাতালে পাঠাতেই সমাধান
🐼মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় জমেছিল পরীক্ষার্থীদের। সেরকমই চণ্ডীতলার গরলগাছা হাইস্কুলেও পরীক্ষা কেন্দ্র পড়ায় গেটের বাইরে সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় জমে। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরীক্ষার্থীরা সকলেই বসে পড়েছিলেন পরীক্ষা দিতে। তার ঠিক আগেই ওই পরীক্ষার্থীকে দেখে পরীক্ষকদের সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই পরীক্ষকেরা জানতে পারেন আসলে ওই তরুণী একজন ভুয়ো পরীক্ষার্থী। জানা যায়, কুমিরমোরা আরকেএন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে গরলগাছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল তরুণী।
𝓀বিষয়টি সামনে আসতেই দেরি না করে পরীক্ষকেরা পুলিশকে ডাকেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তরুণীকে থানায় নিয়ে যায়। এ বিষয় পুলিশের তরফে তরুণীর আসল পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কার হয়ে সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া, অতীতেও ওই তরুণীর বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ আছে কিনা সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে।
ܫপ্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হুগলির চাকুন্দি হাইস্কুলের এক পরীক্ষার্থী ভুল করে অন্য পরীক্ষাকেন্দ্রে চলে গিয়েছিল। ছাত্রী নিজের পরীক্ষা কেন্দ্রের নাম বুঝতে পারেনি। সুকিয়া খাতুন নামে ওই ছাত্রী চাকুন্দি হাই স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে ছাত্রী বুঝতে পারে সে ভুল স্কুলে চলে এসেছে। আসলে তার পরীক্ষা কেন্দ্র পড়েছে কানাইপুর হাইস্কুলে। তখন বিষয়টি তিনি ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনমের কাছে জানান। তিনি কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে জানান। পরে এক ট্রাফিক অফিসার ছাত্রীকে বাইকে করে বসিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। উল্লেখ্য, ওই স্কুল থেকে ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে। তবে পুলিশের সহযোগিতায় সঠিক সময়ে পৌঁছতে সক্ষম হয় ছাত্রীটি।