বিগত কয়েকবছর ধরেই বাংলায় নির্বাচন মানেই হিংসা, কারচুপির অভিযোগ। তবে আজকের উপনির্বাচন তাও তুলনামূলক ভাবে শান্তিপূর্ণ ভাবেই চলছিল। যদিও এরই মধ্যে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ। এই নিয়ে বিজেপির রাজ্যসভার সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার আনিয়ে নৈহাটি নির্বাচনের ফলাফল বদল করতে চাইছে। (আরও পড়ুন: অবশেষে সরকারি কর্মীদের বাড়ল ডিএ, ৩-৪ নয়... এ♌কলাফে ৭% ব🌳াড়ল মহার্ঘ ভাতা)
আরও পড়ুন: জনসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে TMC-কে সমর্থন কলকাতা পুলিশের অফিসারে෴র?﷽ বিস্ফোরক সুকান্ত
এই নিয়ে ভিডিয়োটি পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করেন সুকান্ত। সেখানে সুকান্ত মজুমদার ক্যাপশনে লেখেন, 'উপনির্বাচনেও টিএমসি জাল ভোটারদের আশ্রয় নেয়। নৈহাটি বিধানসভা উপ-নির্বাচনে এক টিএমসি দুষ্কৃতী জালিয়াতি করে ভোট দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। সেই ব্যক্তি নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থীর এজেন্ট হিসেবে দাবি করেন। তবে তিনি কোনও বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। আশ্চর্যজনকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত পুলিশ বাহিনী সেখানে এসে হস্তক্ষেপ করে। ন্যায়বিচার করার পরিবর্তে সেই অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে। টিএমসি ও তার ছদ্মবেশী পুলিশ বাহিনী জনগণের কণ্ঠের ভয়ে কাজ করছে?' (আরও পড়ুন: নৈহাটি উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় চলল গ🔯ুলি, জখম TMC-র প্রাক্তন ওয়া♋র্ড সভাপতি)
আরও পড়ুন: প্রশাসনের হাতে♌ বিচারের অধিকার নেই, বুলডোজার মামলায় রায় সুপ্রিম কোর্টের
এদিকে আজ সকাল থেকেই নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এপরদিকে নৈহাটির সিপিআইএমএল এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এদিকে নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে-কে চিনতে না পেরে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে এই নিয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘ঘটনার বিষয়ে কমিশনকে জানাব। অবশ্য এটাই এদের চরিত্র। নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এসব করছে।’ (আরও পড়ুন: 'ভোটꦯ প্রভাবিত করতে পুলিশ♔ের কাণ্ড…', ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু)
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ🍸 দায়িত্বে মাস্ক, সঙ্গে পদ পেলেন🤡 বিবেক রামাস্বামীও
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক। পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ। তাই বিধায়কপদ ছেড়ে দেন। এর জেরে নৈহাটির বিধানস𓂃ভা আসনটি ফাঁকা হয়ে যায়। তাই আজ সেখানে ভোট। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রা𝄹র্থী হচ্ছেন রূপক মিত্র। এখানে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআইএমএল-কে। সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার। আর কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে।