বাংলার আকাশপথে লাল সতর্কতা। আর এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। ফালাকাটার আকাশপথে এই ‘লাল সতর্কতা’ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর। এই নি♎র্দেশিকার জেরে আগামী একসপ্তাহ একটি নির্দিষ্ট উচ্চতায় ফালাকাটার আকাশে উড়তে হবে বিমান, হেলিকপ্টারকে। আসলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ফালাকাটায় ড্রোনের মাধ্যমে ‘জ🐷িআই ম্যাপ ট্র্যাকিং’ করার কাজ চলবে। তাই এই পদক্ষেপ করা হয়েছে। ফালাকাটার ঢিল ছোঁড়া দূরত্বে ভুটান, বাংলাদেশ সীমান্ত আছে। তাই বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে।
এদিকে জিꦕওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূত্রে খবর, আগামী একসপ্তাহ ফালাকাটার আকাশে একটি নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে যাতে কোনও বিমান চলাচল না করে তার জন্য সংশ্লিষ্ট সব দফতরকে চিঠি পাঠানো হয়েছে। ফালাকাটার ২৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ড্রোনের সাহায্যে আকাশপথে চলবে পর্যবেক্ষণ এবং ‘জিআই ম্যাপ ট্র্যাকিং’ করার কাজ। বাংলার সব পুরসভা এলাকাগুলিতে এই কাজ হবে বলেও সূত্রের খবর। এই বিষয়ে ফালাকাটার পুরপ্রধান জানান, জিএসআইয়🍰ের ‘পাইলট প্রজেক্ট’ ‘জিআই ম্যাপ ট্র্যাকিং’ করার ফলে কেন্দ্রীয় নানা প্রকল্পের অগ্রগতি কতদূর সেটা জানা সম্ভব হবে। দুর্নীতি কমবে।
আরও পড়ুন: কলকাতা বন্দরে দুর্ঘটনা, উলটে গেল কন্টেনার, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ট্রেলার চালকের
এই কাজ করতে অনেকটা সময় লাগে। প্রযুক্তি নির্ভর এই কাজ সময়সাপেক্ষ হওয়ায় আগাম সব দফতরকে খবর দেওয়া হয়েছে। তবে কতদিন এই নিয়ম আকাশপথে মানতে হবে সেটা এখনও স্পষ্ট করা হয়নি। তবে বৃহস্পতিবার ফালাকাটা টাউন ক্লাব মাঠে এই কাজের মহড়া শুরু হয়েছে। আজ, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কাজ। এই কাজ সম্পন্ন হলে অনেকটা এগিয়ে যাওয়া যাবে প্রযুক্তির দিক থেকে। এই কাজের তত্ত্বাবধানে আছেন পশ্চিমবঙ্ꦓগ নগরোন্নয়ন দফতরের যুগ্ম সচিব সুপ্রিয় অধিকারী এবং তাঁর নেতৃত্বে কাজ করছেন ৬ জনের একটি♐ বিশেষজ্ঞ টিম।