নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে যোগাযোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলপথ হল নন্দীগ্রাম-বালুঘাটা ফেরি পরিষেবা। প্রতিদিন বহু মানুষ এই জলপথের মাধ্যমে হলদিয়ায় যাতায়াত করেন। তবে সেই ফেরি পরিষেবা জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপ🌳ি নেতার বিরুদ্ধে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। এমন অভিযোগ উঠেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা এবং তার দলবলের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: ২১ জুলাইতে BJP-র পালটা কর্মসূচি কলকাতায়, সেখানেও ♏সুকান্ত-শুভেন্দু ‘মতবিরোধ’
হলদি নদীর তীরে অবস্থিত নন্দীগ্রাম থেকে খুব সহজেই হলদিয়া যাওয়ার জন্য একাধিক ফেরি ঘাট রয়েছে। তার মধ্যে এই ফেরি ঘাটটি হল উল্লেখযোগ্য। তবে অভিযোগ উঠছে যে শুক্রবার বহু মানুষ এই ঘাট থেকে হলদিয়া যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেছিলেন। তখন শুভেন্দু ও তার দলবল গিয়ে যাত্রীদের জোর করে নৌকা থেকে নামিয়ে দেন। এমনকী তার বাধায় ফেরিঘাট বন্ধ হয়ে যায়। শনিবার পর্যন্ত এই ঘাটে ফেরি পরিষেবা চালু করা যায়নি। ত๊ারফলে সমস্যায় পড়েছেন বহু মান♔ুষ।
তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা শুভেন্দু ফেরি পরিষেবা চালু করার🎀 জন্য ঘাটের সরকারি এজারাদার প্রভাতের কাছে মোটা টাকা দাবি করেছেন। জানা যাচ্ছে, জেলা পরিষদের তত্ত্বাবধানে এই ঘাটে ফেরি পরিষেবা চলাচল 🃏করে। তবে বিজেপি নেতার দাদাগিরির ফলে বহু মানুষ যেমন সমস্যায় পড়েছেন তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার।