🤡 দীর্ঘ কারাবাসের পর মাস খানেক হল জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতেও ফেরার চেষ্টা করছেন তিনি। এরই মধ্যে তাঁকে ফের অস্বস্তিতে ফেললেন রেশন ডিলারদের সংগঠনের সভাপতি। সরাসরি অভিযোগ করলেন, অফিসারদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়। এমনকী রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বণ্টন করতে বাধ্য করেছেন তিনি।
🍨রবিবার পূর্ব মেদিনীপুরে রেশন ডিলারদের সম্মেলনে যোগদান করেন বিশ্বম্ভর বাবু। সেখানে তিনি দাবি করেন, আধিকারিকদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
🐻বিশ্বম্ভরবাবু বলেন, রেশন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক শ্রেণির আমরা। তাঁরা কার্ড ব্লক করে দিয়ে প্রকৃত রেশন কার্ড হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না। কেন্দ্রের কোনও নির্দেশিকা মানে না রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার বহুদিন আগে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সুপারিশ করেছে। কিন্তু রাজ্য সরকার তা গ্রহণ করে না। রেশন ডিলারদের ওপর রীতিমতো অত্যাচার চালাচ্ছে খাদ্য দফতর। এর বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখব।
🐈তিনি বলেন, রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ আটা বণ্টন করতে বাধ্য করছে খাদ্য দফতর। এর ফলে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে রেশন ডিলারদের। এদিন দুয়ারে রেশন নিয়েও অভিযোগ করেন বিশ্বম্ভরবাবু। তিনি বলেন, দুয়ারে রেশনএর যন্ত্রের সঙ্গে অনেক সময় সার্ভারের সংযোগ হয় না। এর ফলে রেশন গ্রাহক ও ডিলার দুপক্ষই হয়রানির মুখে পড়ে।