বীরভূমের বগটুই গণহত্যার পর এখন এলাকা শান্ত। এই মামলার তদন্ত করছে সিবিআই। তাদের হেফাজতে রয়েছে আনারুল হোসেন। যার বিরুদ্ধে উঠেছিল মূল অভিযোগ। তারপর সারা রাজ্য থেকে বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কাজও হচ্ছিল। মাঝে বোমা উদ্ধারের খবর আসা কমে গিয়েছিল। কিন্তু আজ, বুধবার আবার তারা𝓡পীঠ থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধা𝕴র হল।
ঠিক কী ঘটেছে তারাপীঠে? স্থানীয় সূত্রে খবর, আজ, বুধবার আবারও তাজা বোমা উদ্ধার হল বীরভূম জেলা থেকে। বীরভূমের তারাপীঠ থানার পুলিশ তারাপীঠের খামেড্ডা গ্রামের একটি পুকুর পাড়ে থেকে উদ্ধার করে চার বালতি তাজা বোমা। আর এই⛎ ঘটনা প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এলাকায় পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। বোমাগুলিকে নিꦏষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। ম⛄োট চার বালতি বোমা উদ্ধার হয়েছে। কোথা থেকে এত বোমা এল? তা খতিয়ে দেখা হচ্ছে। এই বোমাগুলি কোন কাজে লাগানোর পরিকল্পনা ছিল 🌸তাও খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত রাতের অন্ধকারে এই বোমা এখানে মজুত করা হয়েছিল। এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।