পাহাড়ে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি মোর্চার বিনয় তামাংয়ের শিবির। আচমকাই ধস নামল বিনয়ের গোষ্ঠীতে। শুক্রবার মোর্চার বিনয় তামাং শিবির থেকে বেরিয়ে গেলেন চার মোর্চা নেতা। তামাংপন্থী মোর্চার কেন🌠্দ্রীয় কমিটির সহ সভাপতি নরদেন লামা, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীন রহপাল, কালিম্পং জেলা কমিটির মুখপাত্র ভুবন খানাল ও স্মরণ প্রধান দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। এখানেই প্রশ্ন উঠছে দীর্ঘদিন অন্তরালে থাকার পর বর্তমানে ফের পাহাড়েই রয়েছেন মোর্চা নেতা বিমল গুরুং। নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে পাহাড়ে ফিরেছিলেন তিনি। তবে কী এবার মোর্চার বিনয় তামাংয়ের গোষ্ঠীতে ভাঙন ধরানোর পেছনে কলকাঠি নাড়ছেন খোদ বিমল? নানা প্রশ্ন ঘুরছে পাহাড়ে।
এদিকে বিনয় তামাং ও দলের সাধারণ সম্পাদক অনীত থাপার বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেছেন দলত্যাগী মোর্চা নেতারা।দলের একাংশের বিরুদ্ধে স্বজনপোষন, দুর্নীতি সহ নানা অভিযোগে সরব তাঁরা। কিন্তু এরপর তাঁরা ঠিক কোথায় যাবেন তা পরিস্কার হয়নি। তবে প🌊্রশ্নটা থেকেই যাচ্ছে, গুরুংয়ের হাত শক্𝔉ত করার জন্য়ই কি এই ভাঙন? তবে দলত্য়াগীদের অভিযোগ, বার বার বিনয় তামাং ও অনীত থাপার কাছে অভিযোগ জানানোর পরেও সমস্য়া মেটেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খামখেয়ালী আবহাওয়ার মতোই পাহাড়ে রাজনীতির সমীকরণ দ্রুত বদলায়। এবারের বিধানসভা ভোটে কালিম্পং আসনটি বিনয়পন্থীদের অনুকূলেই রয়েছে। অন্যদিকে বিজেপি পাহাড়ের ভোটের মোটের উপর ভালো ফল করলেও জোটসঙ্গী জিএনএলএফ কিছুটা বেসুরো গাইছে। এদিকে গোর্খালিগও বিজেপি সাংসদের বিরুদ্ধে সরব হয়ে গোর্খাল্যান্ডের দাবি তুলেছেন। ত▨বে কি এবার পাহাড়ে অস্তিত্ব রক্ষার লড়াইতে নেমে কি নিজের মতো করে ঘুঁটি সাজ💟াচ্ছেন বিমল গুরুং?