উল্টোরথের মেলায় ঘটল উল্টো ঘটনা। গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলি🐻ন্ডার ফেটে গেল। আর তার জেরে জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। জখমদের মধ্যে দু’জন মহিলা এবং তিনজন শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দাসপুর থানার তিয়রবেড়িয়ায়। এই ঘটনার পরই মেলা কমিটির সহযোগিতায় আহতদের উদ্ধার করে গৌরার বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
ঠিক কী ঘটেছে ❀দাসপুরে? স্থানীয় সূত্রে খবর, শনিবার উল্টোরথের দিন মেলায় অনেকেই ভিড় জমান। সেখানে বিক্রি হচ্ছিল গ্যাস বেলুন। ভিড় জমিয়ে ছিলেন শিশু–সহ বাবা–মায়েরা। গ্যাস বেলুন ফোলানোর সময় হঠাৎই সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় সবাই ছোটাছুটি করছিলেন। গ্যাস বেলুন বিক্রেতা প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। শিশু ও মহিলা–সহ কমপক্ষে ১০ জন জখম হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্ক🃏াজনক।
আর কী জানা যাচ্ছে? মেলায় আসা প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, তিন🎐ি স্বামীর সঙ্গে মেলায় গিয়েছিলেন। মেলায় ঢুকেই যেদিকে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল, সেদিকে নজর গিয়েছিল। সেখানে দুটি শিশু এবং তাঁদের মা দাঁড়িয়ে ছিলেন। আর গ্যাস বেলুন বিক্রেতা বেলুন ফোলাচ্ছিলেন। তখনই ওই গ্যাস বেলুন বিক🅘্রেতার কাছে থাকা সিলিন্ডার ফেটে বিকট শব্দ হয়। গ্যাস বেলুন বিক্রেতা দূরে ছিটকে পড়েন।
কী বলছে মেলা কমিটি? এই ঘটনার পর মেলা কমিটির সদস্য সুমন সামন্ত বলেন, ‘মেলায় আগেও গ্যাস বেলুন বিক্রেতা বসেছেন। তবে বিস্ফোরণ হয়নি। এবার বিস্ফোরণ হল তাতে আমর🍸াও চমকে উঠেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ মেলায় রক্তারক্তি কাণ্ডের পর থেকে থমথমে প্রায় গোটা এলাকা।