করোনাভাইরাসের সংক্রমণে𒈔র কারণে বাজারে ক্রমশ আতঙ্ক বাড়ছে। তার জেরে একলাফে প্রায় ১,৫০০ টাকা পড়ল সো🔯নার দাম। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও।
আরও পড়ুন : Home Lಞo✨an Update- MCLR রেট কমাল SBI, কমতে চলেছে EMI
শুক্রবার কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪৩,৮০০ টাকা। শনিবার তা একধাক্কায় ১,৩২৫ টাকা কমেছে। একই অবস্থা গয়না সোনারও। শুক্রবারের তুলনায় প্রতি ১০ গ্রামে গয়না সোনার দাম কমেছে ১🅠,২৬০ টাকা। একইভাবে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম কমেছে ১,২৭৫ টাকা।
আরও পড়ুন : হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল হাজার হাজার টাཧকা, তুলতে ভিড় ব্যাঙ্কে
রুপোর পতন আরও বেশি হয়েছে। শুক্রবার বাজারে এক কেজি খুচরো রুপো বিক্রি হয়েছে ৪৫,৬০০ টাকা দরে। শনিবার তা ২,♑৩০০ টাকা কমে বিকোবে।
আরও পড়ুন : DA বৃদ্ধি 7th Pay Commission সুপারিশ অনুযা♛য়ী- লাভবান হবেন ৪৮ লাখ central government employees
কিন্তু, আচমকা সোনা ও রুপোর দামে এরকম পতন কেন?
বিশেষজ্ঞদের মতে, চিনের করোনাভাইরাসের প্রকোপের জেরে প্রথমদিকে সোনায় বেশি লগ্নি করা হচ্ছিল। ফলে চড়চড়িয়ে বাড়ছিল হলুদ ধাতুর দাম। কিন্তু করোনা এখন আর চিনের গণ্ডিতে আটকে নেই। বিশ্বের একাধিক দেশে তা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই আতঙ্কে শেয়ার বাজারে হুড়মুড়িয়ে ধস নেমেছে। মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। এই পরিস্থিতিতে লোকসানের পরিমাণ কমাতে বাধ্য হয়ে সোনার বিক্রির দিকে ঝুঁকেছেন লগ্নিকারীরা। তার জেরে সোনার বিক൲্রয়মূলꦡ্য হু হু করে পড়েছে।
আরও পড়ুন : করোনাভাইরাস ছড়াতে পারে টাকা-পয়সা নাড়াচাড়া🌞য়, সতর্ক করল ‘হু’
শনিবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দ🍬াম কত থাকবে, তা একনজরে দেখে নেওযღ়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪২,৪৭৫ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪🍸০,৩০০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্🌟ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪০,৯০৫ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৩,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৩,৩০০ টাকা।
আরও পড়ুন ৪৪৫১০০০০০ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকের জন্য অভিন্ন সুদের হার চ🔯ালু করল S𝐆BI