🔯 প্রায় ২ লক্ষ জনবসতির গুলশন কলোনিতে ভোটার মাত্র ২,৮০০। জনগণনা না হলেও সরকারি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। আর সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ শহর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার থেকে গুলশন কলোনির জনঘনত্ব প্রায় ৫ গুণ।
আরও পড়ুন - 🧸ছবি বিক্রি অতীত, ‘আঁচল পেতে টাকা নেব’, দুর্নীতির বিরুদ্ধে CPMএর পথে মমতা?
পড়তে থাকুন - 🐼‘বার ডান্সারকে ফ্লাইং কিস TMCর মুখ্য সচেতক নির্মল ঘোষের'
♓২০২১ সালে জনগণনা না হওয়ায় গুলশন কলোনির জনসংখ্যার সরকারি কোনও তথ্য নেই। তবে ২০২৩ সালে সেখানে একটা সমীক্ষা চালিয়েছিল স্বাস্থ্য দফতর। তাতে জানা গিয়েছে, সেখানে প্রায় ৭০০ বহুতলে বাস করেন প্রায় ১ লক্ষ ৯৫ হাজার মানুষ। যে বাড়িগুলির প্রায় সবই অবৈধভাবে ভরাট করা জলাভূমির ওপরে তৈরি করা।
🌟মানচিত্র বলছে ২০১১ সালের পর প্রায় ৩,৫০০০ বর্গমিটার জলাভূমি ভরাট করে তৈরি হয়েছে গুলশন কলোনির একাংশ। সেই হিসাবে গুলশন কলোনির জনঘনত্ব প্রায় ৫.৫ লক্ষ জন প্রতি বর্গ কিলোমিটার। যা পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলার ৫ গুণ।
আরও পড়ুন - 𒁏বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করার দায় ঝেড়ে ফেলল অমিত শাহের দফতর
ไ২০১৮ সালের তথ্য বলছে ম্যানিলা শহরের জনসংখ্যা প্রায় ১৮ লক্ষ ৪৬ হাজার। ম্যানিলা শহর ৪৩ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে। অর্থাৎ ম্যানিলার জনঘনত্ব ১ লক্ষ ১১ হাজার ৫৩৭ জন প্রতি বর্গ কিলোমিটার। কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশন কলোনির জনঘনত্ব তার ঠিক ৫ গুণ। অথচ ভোটারের সংখ্যা মাত্র ২,৮০০।