আরজি কর মেডিক্💖যাল কলেজে ধর্ষণ ও খুন হওয়া মহ♎িলা চিকিৎসকের নাম সংবাদমাধ্যমের সামনে উল্লেখ করায় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায় ঝেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার। আদালতে তারা জানা, বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপের অধিকার রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের। একই সঙ্গে এই মামলা থেকে অব্যহতি চেয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন - হাসপাতাল থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, ভার্চুয়ালি হাজির𓆏 আদাল🍸তের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সꦜোশ্য🥃াল মিডিয়ায় সংযত থাকতে বলল HC, BJP-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিকবার নির্যাতিতার নাম উল্লেখ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই সময় বিনীত গোয়েলের বক্তব্য অনেক সংবাদমাধ্যম 💟লাইভ সম্প্রচꦍার করছিল। ফলে কোনও ভাবেই নাম প্রকাশ্যে আসা রোখা যায়নি। এর পর এই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পান্ডে। সেই মামলায় বিনীত গোয়েলকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে আদালত জানতে চেয়েছিল, এব্যাপারে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার কার হাতে রয়েছে?
আরও পড়ুন - ‘হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মমতা!’ পুলꦿিশের ꦆরদবদল নিয়ে বিস্ফোরক সুকান্ত
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, যেহেতু বিনীত গোয়েল রাজ্য সরকারের অধীনে কাজ করেন, তাই এব্যাপারে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার একমাত্র রাজ্য সরকারের। একই সঙ্গে এই মামলা থেকে কেন্দ্রকে অব্যহতি দিতে আদালতকে 🌊অ☂নুরোধ করেছেন কেন্দ্রের আইনজীবী।