অশ🍷ান্তি কবলিত বেলডাঙায় আক্রান্ত হিন্দুদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, বেলডাঙায় হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির নিজেদের বেতন দিয়ে মেরামত করবেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন - হাসপাতাল থেকে জেল🐭ে ফিরেছেন জ্যোতিপ্রিয়, ভার্চুয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংযত থাকতে বলল HC, BJ🔴P-র দাবি - ৪ জেলায় ⛄বন্ধ নেট
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বেলডাঙা হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তিন ভাবে সাহায্য করবে। এক, কলকাতা হাইকোর্ট ও মুর্শিদাবাদে আমাদের লিগ্যাল সেলের সদস্যরা FIR করার জন্য আইনি ꦺসাহায্য করবে। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। পরে আমিই জনস্বার্থ মামলা করেছি। যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। মামলার শুনানিও হয়েছে। বেলডাঙার ঘটনা নিয়েও বিজেপি ন🃏েতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ও আইনজীবী সংযুক্তা সামন্ত ৩টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলা গতকাল গৃহীত হয়েছে। তার শুনানি হয়েছে।’
ক্ষতিগ্রস্ত হিন্দুদের শুভেন্দু অধিকারীর🦋 আশ্বাস, ‘দ্বিতীয়, যত দোকান ভাঙচুর হয়েছে সমীক্ষা করে আমরা সম্ভব হলে পার্টির পক্ষ থেকে বা সনাতনীদের কাছ থেಌকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব।’
আরও পড়ুন - ‘হিন্দুদের উপর অত্যাচ🍃ার নিয়ে নীরব মমতা!’ পুলিশের রদবদল নিয়ে বিস্ফোরক সুক𒆙ান্ত
এমনকী বেলডাঙায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি সংস্কারের দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা মেরামত করার দায়িত্ব আমাদের ৬৭ জন বিধায়ক নিজেদের কাঁধে তুলে নিলাম। আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন। আমরা তাঁকে অনুরোধ করব মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি সমীক্ষা করে দেখতে। তার পর ৬৭ জন বিজেপি বিধায়ক তাদের বেতন থেকে সমস্ত মন্দির সংস্কার করে 💜তার মর্যাদার জায়গা ফেরানোর ব্যবস্থা নেব।’