সীমান্তের ওপার থেকে জঙ্গিরা যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ল্যানꦓ্ডমাইন পেতে রাখা হয়েছিল।
কিন্তু, বুধবার তেমনই ছ'টি ল্যান্ডমাইনই𝓰 ফেটে যায়। আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে, জঙ্গলের আগুন বা দ꧃াবানলের জেরেই এই ল্যান্ডমাইনগুলি ফেটে গিয়েছে। কিন্তু, প্রশ্ন হল - এই আগুন কি আদৌ প্রাকৃতিক? কারণ, আগুনের সূত্রপাত হয়েছিল সীমান্তের ওপার থেকে। যা ক্রমে এপারেও ছড়িয়ে পড়ে।
ফলত, সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে, এই তথাকথিত দাবানল আদতে 'ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন'ও হতে পারে। যা আদতে ভারতের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশে বাধা কাটাতেই লাগানো হয়েছিল!এই ঘটনার পিছনে সন্ত্রাস💫বাদীদের হাতও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'সন্ধে নাগাদ সীমান্ত বরা⛎বর জঙ্গলে এই আগুন লাগে। যা পরবর্তীতে নিয়ন্ত্রণ রেখার এপারে অবস্থিত মেন্ধর মহকুমার 𝐆অন্তর্গত কৃষ্ণা ঘাটি সেক্টরে ছড়িয়ে পড়ে। ওই আগুনেই ল্যান্ডমাইনগুলি সক্রিয় হয়ে যায়। তারপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলি ফাটতে শুরু করে। বিস্ফোরণের সেই আওয়াজ শোনা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কীভাবে এই আগুন লাগল, সেটা এখনও বোঝা যাচ্ছে না।'
ওই আধিকারিকই এই প্রসঙ্গে আরও বলেন, 'হতেই পারে, সীমান্ত পেরিয়ে যাতে অনুপ্রবেশ চালানো যায়, তার জন্য জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছে। সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। তবে, জঙ্গিরা যদি অনুপ্রবেশের কোন𝔍ও অপচেষ্টা করে, তা রুখতে সেনাবাহিনী চূড়ান্ত স💃তর্ক রয়েছে।'
প্রসঙ্গত, শীত এসে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই কাশ্মীরে তুষারপাত শুরু হয়ে যাবে♌। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর কাছে খবর এসেছে, প্রবল তুষারপাতের জেরে এই এলাকা আরও দুর্গম হয়ে ওঠার আগেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার জন্য জঙ্গিরা অপেক্ষা করে রয়ে✅ছে।
এইꩲ রিপোর্ট হাতে আসার পর থেকেই জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও পাহারা আরও কঠোর করা হয়েছে। তার ম𝓀ধ্যেই ঘটে গেল এই ঘটনা!
উল্লেখ্য, সম্প্রতি লোকসভা এবং বিধানসভা নির্বাচনে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে উপত্যকার জনতা। ভোট হয়েছে শানꦐ্তিপূর্ণভাবেই। তথ্য বলছে, তারপর থেকেই ফের জম্মু-কাশ্মীরে হিংসা ছড়াতে তৎপর হয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠীগুলি।
নিরাপত্তাবাহিনী☂র হাতে আসা তথ্যাবলী অনুসারে, জম্মু-কাশ্মীরকে ফের রক্তাক্ত করে তুলতে সীমান্তের ওপারে, পাকিস্তানের মাটিতে বসে থাকা জঙ্গি নেতারা কলকাঠি নাড়ছে। উপত্যকাকে অশান্ত করতে আমজনতা থেকে শুরু করে পুলিশ, সেনা, অন্য়ান্য নিরাপত্তাবাহিনী - সকলকেই নিশানা করছে তারা।