ভিডিয়ো কলে এক মহিলাকে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ উঠল বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওদিকে রাজ্যের ব🅠িরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মহিলা পেশায় বার ডান্সার।
আরও পড়ুন - হাসপাতাল থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, ভার্চুꦆয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংযত🔥 থাকতে ব⭕লল HC, BJP-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো দেখা যাচ্ছে তা শুধু লজ্জাজনক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহি♒লাদের অবস্থা নিয়ে প্রভূত আতঙ্ক তৈরি করে। রাজ্যের মহিলারা লাগাতার দুষ্কৃতীদের দানবীয় ক্ষুধার শিকার হচ্ছেন। কিন্তু তারা কোনও সুবিচার পাচ্ছেন না। শাসকদলের ছত্রছায়াতেই এই নির্মম ঘটনাগুলো ঘটে চলেছে।’
এর পরই ভিডিয়োর বর্ণনা দিয়ে সুকান্ত🐻বাবু লিখেছেন, ‘ভিডিয়োতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তিনি নির্মল ঘোষ। রাজ্য বিধানসভায় শাস♓কদলের মুখ্য সচেতক। এই নেতার প্রভাব ব্যবহার করেই প্রমাণ লোপাট করতে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের দেহ বেআইনিভাবে দাহ করা হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এই ধরণের নেতাদের দিয়ে রাজ্য চালাচ্ছেন। অবমাননাকর।’
আরও পড়ুন - ‘হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মমতা!’ পুলিশের রদবদল নিয়ে বিস্ফো🐼রক সুকান্ত
বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার অশোকনগরে এই ভিডিয়ো নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সুকান্তবাবু। সেখানে তিনি বলেন, ‘এটাই তৃণমূলের কালচার যে মহিলাকে করছেন তিনি সম্ভবত বার ড্যান্সার। আরজিকর কাণ্ডে নির্ভয়ার দেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী বলেন যে আমি এত মহিলাকে টিকিট দিয়েছি, তারা মহিলাকে কি নজরে দেখছেন বা কী উদ্দেশ্যে রাজনীতিতে নিয়ে আসছেন এই সমস্ত লিডারদের দেখে ত𒉰ো বোঝাই যাচ্ছে।’