আরজি কর কাণ্ড ভেঙে দিয়েছে অর্গল। নারী ও নাবালিকার ওপর যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে দিকে দিকে গর্জে উঠছে সাধারণ মানুষ। মঙ্গলবার পুজোর ছুটির পর স্কুল খোলার প্রথম দিনে তেমনই এক বিক্ষোভ দেখ দুর্গাপুর। সেখানে এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শিক্ষককে স্কুল থেকে বদলির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষক বলেন, জেলা শিক্ষা দফতর সব জানেন।দুর্গাপুরের ওই সরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা দাবি করেন, মাস কয়েক আগে স্কুলে যোগদান করেছেন কর্মশিক্ষার এক শিক্ষক। তিনি ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। অশ্লীলভাবে স্পর্শ করেন ছাত্রীদের। এমনকী ছাত্রীদের কোলে বসিয়ে খাতা দেখেন তিনি। শিক্ষকের শাস্তি ও বদলির দাবিতে মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। শিক্ষকরা স্কুলে ঢুকতে গেলে তাঁদের বাধা দেন। কিছুক্ষণের মধ্যে উত্তেজনা ছড়ায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে আমার কাছে আগেই অভিযোগ জমা পড়েছে। আমি তা জেলা শিক্ষা দফতরকে জানিয়েছিলাম। দফতর থেকে ওনাকে শো কজ করা হয়েছে। তার পর থেকে প্রায় ১ মাস উনি স্কুলেই আসেন না। তার পর ছুটি পড়ে গেল। আমার যা করণীয় আমি করেছি। এবার জেলা শিক্ষা দফতরের নির্দেশ না পেলে আমি কোনও পদক্ষেপ করতে পারব না।’