GTA Election Results 2022: এক দশকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (জিটিএ) প্রথম নির্বাচনে বাজিমাত করলেন অনীত থাপারা। ৪৫ টি আসনের মধ্যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ২৭ টি আসনে জিতল।দার্জিলিং পুরসভার শাসক দল হামরো পার্টি জিতেছে আটটি আসনে। তারইমধ্যে ‘সারপ্রাইজ𝄹 প্য❀াকেজ’ হিসেবে পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। ১০ টি আসনে লড়াই করে পাঁচটি আসন পেয়েছে রাজ্যের শাসক দল। তারইমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন অনীত।
29 Jun 2022, 08:15 PM IST
'মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব', জানালেন অনীত থাপা
অনীত থাপা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। আগামী সপ্তাহে কলকাতায় যাব। মুখ্য🐬মন্ত্রীর সঙ্গে দেখা করব।
'অনীতের সঙ্গে আমাদের জোট আছে, বিরোধীরা মাত্র ৮ আসনে জিতেছে'
শান্তিপূর্ণ ভোটের জন্য পাহাড়ের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। পাহাড়ে অনেক অশান্তি হয়েছে। এখন পাহাড়ে শান্তি ফিরে এসেছে। এত শান্তিপূ্র্ণ ভোট হয়েছে। অনীতের (থাপা) সঙ্গে আমাদের জোট হয়েছিল। বিরোধীরা মাত্র আটটা আ🥃সনে বিরোধীরা জিতেছে। আমাদের জোট বꦺাকিগুলো জিতেছে।
29 Jun 2022, 02:27 PM IST
পাহাড়ে ৫ আসনে জয় TMC-র! অবাক দার্জিলিং পুরসভার শাসক দল
পাহাড়ে পাঁচটি আসনে জিতেছে তৃণমূল। তাতে অবাক হয়েছেন বলে জানালেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড। যে দল দꦍ🍬ার্জিলিং পুরসভায় বোর্ড গঠন করেছে।
29 Jun 2022, 02:14 PM IST
জিটিএতে আরও লিড বাড়াচ্ছেন অনীত থাপারা
৪৫ টি আসনের মধ্যে ২৭ টিত𒈔ে জিতেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজা𓆉তান্ত্রিক মোর্চা। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অনীত থাপারা।
29 Jun 2022, 01:18 PM IST
জিটিএ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অনীত থাপাদের
জিটিএ নির্বাচনে জিতল অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যে ২৬ টি আসনে জিতে গিয়েছে। নিরঙ্কুশ সﷺংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে।
29 Jun 2022, 12:23 PM IST
বোর্ড গঠনের পথে এগিয়ে অনীত থাপারা, ৫০% স্ট্রাইক রেট TMC-র
বিন❀য় তামাং: অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে। ২০২৪ সালে দিদি🎐কে জেতাতে হবে। তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। নির্দল প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি। তাঁদের বিষয়ে স
ঝালদায় তপন কান্দুর ওয়ার্ডের উপ-নির্বাচনে জিতল কংগ্রেস। ৭৭৮ ভোটে জিতেছেন প্রয়াত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন। জয়ের পর মিঠুন বলেন, ‘কাকিমার চোখের জলের জয়।’ - বিস্তারিত পড়ুন এখানে
29 Jun 2022, 09:28 AM IST
রাম-বাম তত্ত্ব দেবাংশুর
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, 'চন্দননগরের বাম প্রার্থী ও ঝালদার কংগ্রে𝕴স প্রার্থীকে অভিনন্দন। চন্দননগর আরও একবার প্রমাণ করল রাম–বাম আঁতাত তত্ব। রামের আসন জিতল বাম। সামগ্রিক ভাবে এখনও পর্যন্ত বিরোধীদের ফলাফল প্রমাণ করল রাজ্যের পোক্ত গনতন্ত্রের চিত্র। প্রমাণ হল, যোগ্য প্রার্থী হলে বিরোধীরাও যেতেন।'
পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ড: ২,২৭৪ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী দত্ত। ২,২২০ ভোটে জিতেছিলেন প্রয়াত তৃণমূল নেতা অনুপম। বুধবার জয়ের পর অনুপমের স্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ পাশে ছিলেন। সাধারণ মꦫানুষের পাশে থাকব আমি। এটা অনুপমের জয়। ওর দেখানো পথে এগিয়ে যাব।’
29 Jun 2022, 08:42 AM IST
চন্দনগরে জয়ী বাম, দ্বিতীয় তৃণমূল
চন্দনগর: ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জিতেছেন বাম প্রার্থী। দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। সেই আসনে ভোট হয়েছিল বিজেপি প্রার্থীর মꩲৃত্যুর কারণে। গতবার পুরসভা ভোটের আগেই তাঁর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত ছ🐈িল।
29 Jun 2022, 08:41 AM IST
ঝালদায় হেরে অন্তর্ঘাতের অভিযোগ তৃণমূল প্রার্থীর
হেরে গিয়ে অন্তর্ঘাতের অভিযোগ ত🌊ুললেন ঝালদার দু'নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, ১৫২ টি ভোট পেয়েছেন। অন্তর্ঘাত হয়েছে। জয়ের জায়গায় ছিলেন। হারের জন্য দায়ী ঝালদা টাউন তৃণমূল কংগ্রেস।
29 Jun 2022, 08:27 AM IST
‘আগেই জয় নিশ্চিত ছিল’
জয়ের পর তপন কান্দুর ভাইপো তথা কংগ্রেস প্রার্থী মিঠুন কা♊ন্দু বলেন, ‘আগেই জয় নিশ্চিত ছিল। এটা তপন কান্দুর জয়।’
29 Jun 2022, 08:21 AM IST
কাউন্সিলর খুনের পরও টলানো গেল না কংগ্রেসকে, ঝালদায় জয়ী মিঠুন
ঝালদায় জয়ী হলেন কংগ্রেস প্র🌄ার্থী। ৭৭৮ ভোটে জয়ী হলেন কংগ্রেসের মিঠুন কান্দু। অর্থাৎ নিজেদের আসন ধরে রাখল কংগ্র𒅌েস।
29 Jun 2022, 08:08 AM IST
ঝালদায় শুরু গণনা
Municipal Bypoll Results 2022: ঝালদার দু'নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের গণন♈া শুরু। এক ঘণ্টার মধ্যে ফলাফল সামনে আসতে পারে। যে পুরসভায় মোট ১২ টি ওয়ার্ড। পাঁচটি করে ওয়ার্ডে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। দুটি আসনে জিতেছিল নির্দল। কংগ্রেস প্রার্থী তপন কান্দুকে হত্যা করা হওয়ায় ভোট হয়েছে।
29 Jun 2022, 08:03 AM IST
শিলিগুড়িতে প্রবল বৃষ্টি, মহকুমা পরিষদের কয়েকটি জায়গায় গণনা শুরু হতে দেরি
শিলিগুড়িতে প্রবল বৃষ্টি হচ্ছে। তাই সব জায়গায় সকাল 𒉰আটটা 🧜থেকে গণনা শুরু করা যাচ্ছে না। তবে এখনও রাজ্য নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। যে মহকুমা পরিষদ বামেদের দখলে ছিল। এবার চতুর্মুখী লড়াই হয়েছে।
29 Jun 2022, 07:48 AM IST
কেমন ছিল জিটিএ নির্বাচন?
পাহাড়ে জিটিএ নির্বাচন। রবিবার সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে বিক্ষিপ্ত লাইন ছিল। মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি। তার মধ্যেই একে একে ভোটাররা আসছিলেন। কোথাও কোনও অশান্তি প্রায় হয়নি বললেই চলে। এদিকে এই সময় পাহাড়ে বেড়াতেও গিয়েছেন অনেকে। কলকাতা থেকেও পর্যটকরা গিয়েছেন দার্জিলিং পাহাড়ে। কিন্তু পাহাড়ে যে আদৌ ভোট হচ্ছে তা বুঝতেই পারেননি পর্যটকদের অনেকেই – বিস্তারিত পড়ুন এখানে
29 Jun 2022, 07:24 AM IST
আজ দক্ষিণবঙ্গেও ভোটযুদ্ধের ফলাফল
Municipal Bypoll Results 2022: কোন পুরসভায় উপনির্বাচন হয়েছে? গত রবিবার পুরুলিয়ার ঝালদার দু'নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। গত মার্চে জয়ী প্রার্থী তথা কংগ্রেস নেতা তপন কান্দু খুন হন। পানিহাটির পুরসভার আট নম্বর ওয়ার্ডেও উপ-নির্বাচন হয়। তপনকে যেদিন হত্যা করা হয়েছিল, সেদিনই খুন করা হয়েছিল অনুপম দত্তকে। পুর নির্বাচনে আট নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 🍬সেইসঙ্গে দমদম পুরসভার চার নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এবং চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। আজ ছ'টি ওয়ার্ডে ভোটগণনা।
29 Jun 2022, 07:05 AM IST
শিলিগুড়ি মহকুমা পরিষদেও ভোটগণনা আজ
Siliguri Mahakuma Parishad Election Results 2022: ২২টি গ্রাম পঞ্চায়েতে ৪৬২টি আসন আছে শিলিগুড়ি মহকুমা পরিষদে। চারটি গ্রাম🦄 সমিতিতে মোট আসন সংখ্যা ৬৬। মহকুমা পরিষদে ন'টি আসন আছে। গত রবিবার সেখানেও ভোটগ্রহণ হয়েছিল। আজ গণনা হতে চলেছে। চারটি ব্লকে (মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং খড়িবাড়ি) গণনা হবে। সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে।
29 Jun 2022, 06:49 AM IST
জিটিএ নির্বাচনের ফলপ্রকাশ: দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পঙে ৪৫ কেন্দ্রের গণনা
GTA Election Results 2022: জিটিএ নির্বাচনের গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পাহাড়। স্ট্রংরুমেও চলছে নজরদারি। এবার দার্জিলিং, কার্শি⛄য়ং ও কালিম্পঙে ভোটগণনা হবে। দার্জিলিঙে গণনা হবে এক থেকে ১৭ নম্বর আসনের। কালিম্পঙে ৩৩ থেকে ৪৫ নম্বর আসনের গণনা হবে। ১৮ থেকে ৩২ নম্বর আসনের গণনা হবে কার্শিয়াঙে।
29 Jun 2022, 06:49 AM IST
কার দখলে GTA? শিলিগুড়ি মহকুমা পরিষদে কে হাসবে শেষ হাসি? গণনা আজ
Election🎉 Results Live Updates: কার দখলে থাকবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)? ত্রিস্তরীয় শিলিগুড়ি মহকুমা পরিষদে কে বাজিমাত করবে? আজ মিলতে চলেছে উত্তর। সেইসঙ্গে আজ উত্তর ২৪ পরগনা, হুগলি 🦹এবং পুরুলিয়ার ছ'টি পুর ওয়ার্ডের উপ-নির্বাচনের গণনা হবে।