হলদিয়া–পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। তার জেরে ঘটে বিপত্তি। হঠাৎ বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া–হাওড়া লোকাল। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তখন ট্༒রেন থেকে হুড়মুড়িয়ে যাত্রীরা নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন। তবে রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি ঘটেছে বলে খবর। পাঁ🦹শকুড়া থেকে হাওড়া আসার পথে পাঁশকুড়া স্টেশনের কাছে বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থমকে যায় হলদিয়া–হাওড়া লোকাল।
ঠিক কী ঘটেছে পাঁশকুড়া স্টেশনে? স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ হলদিয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় হলদিয়া–হাওড়া লোকাল। কিন্তু পাঁশকুড়া স্টেশনে ঢোকার একটু আগে হঠাৎ বিকট শব্দ ক꧅রে ঝাঁকুনি দেয় ট্রেন। আর তারপর থমকে যায়। এতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। তাতে অনেকে পড়ে গিয়ে আঘাত পান। তবে কারও আঘাতই খুব গুরুতর নয়।
কেন এমন ঘটনা ঘটল? রেলের🌼 পক্ষ থেকে জানা গিয়েছে, এই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ঠিক কী সমস্যা দেখা দিয়েছিল? তা জানতে রেলের অফিসাররা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তড়িঘড়ি সেখানে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। তবে রেল সূত্রে খ🎃বর, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় হয়তো এই সমস্যা দেখা দিয়ে🏅ছে। এখানে পরীক্ষা করে দেখা হবে আসন কারণটি কী। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয়ে পড়ে রেল পরিষেবা।
আর কী জানা যাচ্ছে? সাতসকালে এই ঘটনা ঘটায় অফিসযাত্রীরা নাকাল হন। এমনকী নিত্যযাত্রীরা যেতে না পেরে আটকে পড়েন। অনেকে সড়ক পথ ধরে যাওয়ার ব্যবস্থা করেন। যদিও এই ঘটনায় রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। হঠাৎ ট্রেন থমকে যাওয়ায় প্রবল ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। অনেকেই🐼 বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ ট্রেন পরিষেবা স্বাভাবিক হওܫয়ার অপেক্ষায় রয়েছেন প্ল্যাটফর্মে।