সরকারি চাকরি দেওয়ার নামে তুলেছিলেন লক্ষ লক্ষ টাকা। বন্ধ ঘর থেকে উদ্ধার হল সেই ব্যক্তির দেহ। শুক্রবার এই ঘটনায় পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নিমাই নন্দী (৪৫)। শুক্রবার পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় ভাড়া বাড়ি থেকে ♉তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১৫ বছরের ক🌼িশোরীকে ধর্ষণ করল ৬২ বছরের TMC নেতা
পড়তে থাকুন - তৃণমূল জমানায় রাজ্যের ১৯টি পুরসভায়ꦐ নিয়োগের অর্ধেকই ভুয়ো, চার্জশিট দিয়ে জানাল CBI
স্থানীয়রা জানাচ্ছেন, আদতে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা নিমাইবাবু হেঁড়িয়ায় ভাড়া থাকতেন। নিজেকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দফতরের পদস্থ ক𓆉র্মী হিসাবে পরিচয় দিতেন নিমাই। চাকরি দেওয়ার নাম করে যুবক – যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তিনি। কিন্তু চাকরি হয়নি কারও। টাকা ফেরতের জন্য তাঁকে প্রায় প্রতিদিনই তাগাদা দিতেন চাকরি প্রার্থীরা।
সম্প্রতি ভাড়াবাড়ি থেকে♛ উধাও হয়ে যান নিমাইবাবু ও তাঁর ছেলে। বেশ কয়েকদিন কোনও খোঁজ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। শুক্রবার পুলিশ গিয়ে ভাড়া বাড়ি থেকে নিমাই নন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পা ঠেকে ছিল মাটিতে﷽। শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ও নিজেকে জেলাশাসকের অফিসের কর্মী বলে পরিচয় দিত। নিজেকে প্রভাবশালী বলে দাবি করে গ্রুপ ডির চাকরির জন্য টাক𝓀া তুলেছে বলে শুনেছি। বিজেপির দাবি, নিয়োগ দুꦆর্নীতির এজেন্ট হিসাবে কাজ করতেন নিমাই। তবে তাঁর মৃত্যু কী করে হল তা খতিয়ে দেখা প্রয়োজন। গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তৃণমূলের লোকেরাই তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়ে গিয়েছে বলে দাবি বিজেপির। অভিযুক্তের সঙ্গে কোনও যোগাযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন - পার্থদের জামিনের মামলায় বিরাট মোড়! মুখ্য়সচিবের 🐽অনুমোদন ছাড়াই করা যাবে শুনানি
ওদিকে এই ঘটনায় বাড়ির মালিক বলাই সাহু ও তাঁর ভাইকে আটক করেছে পুলিশ। ময়নাতদন🐬্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।