ফরাক্কায় সেতু বিপর্যয়ের ঘটনায় আহত দু'জনকে কলকাতায় আনা হল। তাঁদের মধ𝔍🔥্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
আরও পড়ুন : গাফিলতি কিনা দেখতে তদন💛্ত হওয়ꦦা উচিত, সেতু বিপর্যয় নিয়ে বললেন বাবুল
রবিবার সন্ধ্যায় ভেঙে পড়ে নির্মীয়মান নয়া ফরাক্কা সেতুর একাংশ। সেতুটি জাতীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি হচ্ছিল। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দু'জন♌ের। আহত হন কয়েকজন। তাঁদের মধ্যে 𓆏দু'জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে পার্ক সার্কাসের একটি বেসরকারি স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বিহারের বাসিন্দা রঞ্জন কুমারের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মস্তিষ্কে রক্ত🐼ক্ষরণ হয়েছে। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বারাণসীর বাসিন্দা মুকেশ পান্ডের অস্ত্রোপচার করা হবে। তাঁর পা ওღ কোমরে আঘাত রয়েছে।
আরও পড়ুন : ব্রিজ বিপর্যয়ের দায় কেন্দ্রের, অভিযোগ অধীরের
এদিকে, সোমবার সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়🅺েছে জুতো, হেলমেট। পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। তা সরানোর কাজ চলছে। তবে তার মধ্যেই সেতু তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদেরও প্রাথমিক অনুমান, সেতুর গার্ডার লাগা🎶নোর ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে।