তিনটি 🌺সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন, অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। লোকসভা ভোটে𝓡র আগে হঠাৎ তাঁর এই সরকারি পদ ছেড়ে দেওয়া নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তবে কি দলের সঙ্গে দুরত্ব তৈরি করতে চাইছেন তিনি? লোকসভা ভোটে আর দাঁড়াবেন না? রাজনীতি ছেড়ে দিয়ে অভিনয়ে মন দেবেন? এই সব জল্পনার মাঝে মুখ খুললেন দেবের বন্ধু তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা ভোটে এবার দাঁড়ালে হেরে যাবেন তৃণমূল সাংসদ। তাই তিনি সব ছাড়তে চাইছেন।
শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ই🌌স্তফা দেন দেব।
কেন তিনি কমিটিগুলি থেকে পদত্যাগ করেছেন প্রকাশ্যে তার কারণ জানানি দেব। তবে খড়্গপুরে বিজেপি বিধায়ক হিরণের মতে, ‘বিলম্বে বোধদয় হয়েছে। উনি ভাল অভিনেতা। কিন্তু রাজনীতি করতে হলে ২৪ ঘণ্টা সময় দিতে হবে। গত ১০ বছরের উনি কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওনার জন্য ঘাটালের 🎃উন্নয়ন থমকে রয়েছে। এবার জেনেই দাঁড়াতে চাননি। ’
পডুন। শুভেন্দুর পর মমতা! বাংলার মুখ্যমন্ত্রীর মুখে 'কুকথা✃', ভিডিয়ো পোস্ট সুকান্তর
সম্প্রতি সংবাদ মাধ্যমে দেব ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না। পরে জেꦺলাওয়াড়ি বৈঠকে সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেব একটা ভাল ছেলে। শিল্পী মানুষ। দেব আমাদের সম্পদ।’ এর পর জেলার নেতা এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়কে বলেন, ‘তোদের জন্য দেব দাঁড়াতে চাইছে না। কী করেছিস তোরা?’ পরে বৈঠকে অবশ্য দেব জানান দল তাঁকে যা করতে বলবে তিনি তা মাথা পেতে নেবেন।