পশ্চিমবঙ্গে পূর্ব রেলের ঝুলিতে জোড়া বন্দে ভারত এক্সপ্রেস এল। আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) ওই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের꧋ উদ্বোধন করা হবে। একটি চলবে হাওড়া এবং গয়ার মধ্যে। অপরটি হাওড়া এবং ভাগলপুরের মধ্যে চলবে। আর সরকারিভাবে সেই দুটি ট্রেনের টাইমটেবিল প্রকাশ করা হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। সপ্তাহে ছ'দিন চলবে। বৃহস্পতিবার চালানো হবে না। অন্যদিকে, হাওড়া-ভাগলপুর রুটে আট কোচের বন্দে 🍷ভারত এক্সপ্রেস চালানো হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ছুটবে সেই বন্দে ভারত এক্সপ্রেস।
২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) হাওড়া: সকাল ৬ টা ৫০ মিনিটে ছা়ড়বে।
২) দুর্গাপুর: সকাল ৮ টা ২৮ মিনিটে পৌঁছা🍸বে। ২ মিনিট দাঁড়াবে।
৩) আসানসোল: সকাল ৮ টা ৫৩ মিনিটে পৌ꧃ঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৪) ধানবাদ: সকাল ৯ টা ꦇ৪৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৫) পরশনাথ: সকাল ১০ টা ১৩ মিনিটে𒆙 পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৬) কোডার্মা: সকাল ꦿ১০ টা ৫৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড𝕴়াবে।
৭) গয়া: বেলা ১২ টা ৩০ মিনিটে পৌঁছাবে।
২২৩০৪ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) গয়া: দুপুর ৩ টে ১৫ মিনিটে ছাড়বে।
২) কোডার্মা: বিকে🗹ল ৪ টে ১৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৩) পরশনাথ🗹: বিকেল ৫ টা ১৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৪) ধানবাদ: সন্ধ্যা ৬ টায় পৌঁছাবে। ২ মিনিটের স্টপে🅠জ দেবে।&n🤪bsp;
৫) আসান꧒সোল: সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপ♈েজ দেবে।
৬)⛎ দু🦄র্গাপুর: সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৭) হাওড়া: রাত ৯ টা ৫ মিনিটে পৌঁছাবে।
২২৩০৯ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) হাওড়া: সকাল ৭ টা ৪৫ মিনিটে ছাড়বে।
২) বোলপুর শান্তিনিকেতন: সকাল ৯ টা ২৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের🐈 স্টপেজ দেবে।
৩) রামপ🌺ুরহাট: সকাল ১০ টা ২৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।&nbs♕p;
৪) দুম𓆉কা: সকাল ১১ টা ২৩ মিনিটে পৌঁছাবে। সেখানেও ২ মিনিট দাঁড়াবে।
৫) ননিহা🍸ট: সকাল ১১ টা ৪৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ দেবে।
৬) হাঁসডিহা: বেলা ১২ টা 🅷৫ মিনিটে পৌঁছাবে🧸। ২ মিনিট দাঁড়াবে।
৭) মান্দার হিল: 🤪বেলা ১২ টা ২৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৮) বরাহাট: বেলা ১২ টা ৪৩ মিনিটে পৌঁ🥃ছাবে। ২ মিনিটের 𓆉স্টপেজ।
৯) ভাগলপুর: দুপুর ২ টো ৫ মিনিটে পৌঁছাবে।
২২৩১০ ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি
১) ভাগলপুর: দুপুর ৩ টে ২০ মিনিটে ছাড়বে।
২) বরা🐎হাট: দ♚ুপুর ৩ টে ৪৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৩)ꦏ মান্দার হিল: দুপুর ৩ টে ৫৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট দাঁড়াবে।
৪) হাঁসডিহা: বিকেল ৪ টে 𝔍৪০ ম🧜িনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৫) ননিহাট: বিকেল ৪ ট𓆏ে ৫৭ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট ꦦদাঁড়াবে।
৬) দুমকা: বিকেল ৫ টা ১😼৮ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপ𝔉েজ দেবে।
৭) রামপജুরহাট: সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে পৌঁছাবে। ২ মিনিটের স্টপেজ।
৮) বোলপুর শান্তিনিকেতন: সন্ধ্যা ৬ টা ৫১ মিনিটে পৌꦬঁছাবে। ২ ♐মিনিট দাঁড়াবে।
৯) হাওড়া: রাত ৯ টা ২০ মিনিটে পৌঁছাবে।