শতাব্দীর থেকে কত সময় লাগবে হাওড়া-নিউ জলপাইগুড়ি💟র বন্দে ভারত এক্সপ্রেসে? তা নিয়ে এবার মুখ খুললেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি জানালেন, সাড়ে সাত ঘণ্টায় হাওড়া-নিউ ♏জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। আপাতত সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে মোট ছ'টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সাত নম্বর বন্দে ভারত পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) হাওড়🅷া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যে ট্রায়াল রানও শুরু 🍌হয়ে গিয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেসের। সোমবার ভোরে ট্রায়াল রান হয়েছে।
তবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে কত সময় লাগবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস যাতে সাড়ে সাত ঘণ্টায় যাত্রা শেষ করতে পারে, আপাতত সেই লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। পূর্ব ভারতের দ্রুততম ট্রেন হতে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। খানা থেকে মালদার মধ্যে ঘণ্টায় ১৩০ কিলোমিটার🎶 বেগে বন্দে ভারত ছোটানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও জানান, আগ𒐪ামিদিনে আরও কম সময় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সেজন্য রেল ট্র্যাকের উন্নতি করা হচ্ছে। পরিবর্তন করা হচ্ছে ট্র্যাকের। পরিকাঠামো আরও ভালো করছে রেল। সেইসঙ্গে তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব, তত আরও কম সময় বন্দে ভারত চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। যাত্রীদের সুরক্ষার উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে কতক্ষণ লাগবে?
দুপুর ২ টো ১৫ মিনিটে হওাওড়া থেকে ছাড়ে শতাব্দী এক্সপ্রেস। রাত ১০ টা ৩৫ মিনিটে পৌঁছায় নিউ জলপাইগুড়িতে। আবার ভোর ৫ টা ৩০ ♏মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে শতাব্দী এক্সপ্রসে ছাড়ে। যা হাওড়ায় পৌঁছায় দুপুর ১ টা ৩৫ মিনিটে।