শুরু হয়ে গেল হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকꦚে রওনা দ꧒েয় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-বর্ধমান কর্ড লাইন ধরে সেই ট্রেন ছুটতে থাকে।
যেদিন থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর খবর সামনে এসেছে, সেদিন থেকেই আমজনতার মধ্যে উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেইসঙ্গে জল্পনা শুরু হয়েছে যে কোন লাইন দিয়ে বন্দে ভারত চলবে, ক🐎োন কোন স্টেশনে দাঁড়াবে। সোমবার ভোরে হাওড়া থেকে যে সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছেড়েছে, তা হাওড়া-বর্ধম♎ান কর্ড লাইন হয়ে গিয়েছে।
হাওড়া-বর্ধমান কর্ড লাইন হয়ে বোলপুর, রামপুরহাট হয়ে বেরিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দাবি করা হয়েছে, ট্রায়♏াল রানে ঘণ্টায় ১৩০ কিলোমিটার ছুঁয়ে ফেলেছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রাথমিকভাবে যে গতিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের কিছু অংশে বন্দে ভারত ছোটানোর লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল।
সূত্রের খবর, ট্রায়াল রানের যে সূচি তৈরি হয়েছে, তাতে ৭ ঘণ্টা ৩০ মিনিটে প্রায় ৫৭০ কিলোমি𒁏টার পথ অতিক্রম করে দুপুর ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। তারপর দুপুর ৩ টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়িဣ থেকে হাওড়ার উদ্দেশে বন্দে ভারত রওনা দেবে। রাত ১০ টা ৩৫ মিনিটে হাওড়ায় এসে পৌঁছাবে পূর্ব রেলের 'নতুন বাদশা'।
ট্রায়াল রান নিয়ে আমজনতার উৎসাহ
শীতের সকালে বন্দে ভারতের ট্রায়াল রান ঘিরে প্রচুর মানুষের উন্মাদনা তৈরি হয়েছিল। ঠান্ডার মধ্যেই অনেকেই নিজেদের বাড়ির কাছে স্টেশনে (হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বিভিন্ন স্টেশন এবং পরবর্তী স্ꦚটেশন) এসে বন্দে ভারত এক্সপ্রেসের অপেক্ষা করতে থাকেন। প্রথমবার বন্দে ভারতকে চোখের সামনে দেꦓখে অভিভূত হয়েছেন। করে রেখেছেন ভিডিয়ো।
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন
আপাতত যা খবর, তাতে আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করবেন প্༺রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি চলꦺছে। আবারও ট্রায়াল রান চলবে।