শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেই যে রেজাল্ট ঘোষণা করা হবে, তা নয়। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রক🐭াশ করবে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সংসদের অন্যান্য কর্তারা। আরও দু'ঘণ্টা পরে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। আর ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় এসে নিজের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। আর উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আগেভাগেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় নাম নথিভুক্ত করে রাখতে পারেন। তাহলে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলেই আপনার ফোন এবং ইমেল আইডিতে অ্যালার্ট পাঠাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’।
কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা?
১) উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তে আসতে হবে পড়ুয়াদের (pbv88casino.cc)।
২) হোমপেজের বাঁ-দিকেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ আছে। তাতে ক্লিক করতে হবে পডꦿ়ুয়াদের।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজের উপরেই ‘উচ্চমাধ্যমিকের র🗹েজাল্ট (WB Class 12th Results)’ দেখতে পাবেন। তার নীচেই আছে 'উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৪'। সেখানে রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে এখানে 'ক্লিক করুন' বাটনে ক্লꦕিক করতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রিনে উচ্চমাধ্যমিকের রেজ🐻াল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে ক্লিক করুন এখানে – এখানে ক্লিক করুন।
দিনের দিন কি উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া যাবে?
উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলেও বুধবার মা𝓡র্কশিট এবং সার্টিফিকেট পাবেন না পড়ুয়ারা। সেটার জন্য আরও দু'দিন অপেক্ষা করতে হবে। সংসদের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১০ মে) সকাল ১০ টা থেকে সংসদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।
বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট, সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিপত্র তুলে দেবে সংসদ। তারপর সেইসব নথি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ সে♏দিনই পড়ুয়ারা উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে🥂 যাবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।