এবার যাঁরা উচ্চমাধ্যমিক দিয়েছেন, তাঁদের অধিকাংশই ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে অফলাইন মোডে ব𝓡োর্ড পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তাঁদের আছে। তাও যত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের (West Bengal HS Result 2022) সময় এগিয়ে আসছে, তত পরীক্ষার্থীদের একাংশের টেনশন কিছুটা বꦓাড়ছে।
(WBCHSE HS Results 2022 Live Updates: উচ্চমাধ♑্যমিকের ফলাফ🦩লের লাইভ আপডেট দেখুন এখানে)
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রাথমিকভাবে ১১ ট ৩০ টা মিনিট থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে বললেও পরে সেই সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। তার ফলে পরীক্ষার্থীরা বেলা ১২ টা থেকে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) এবং wbresults.nic.in-তে ফলাফল দেখা যাবে।
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Board Class 12th Result 2022) দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট লিঙ্🎃কে ক্ꦚলিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। তারপর ‘কไ্লিক করুন’-এ ক্লিক করতে হবে।