জঙ্গল থেকে উদ্ধার হল একটি মানব কঙ্কাল। যেখানে কঙ্কালটি পড়েছিল সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে পাওয়া গিয়েছে মুণ্ডুটি। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ღেছে। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার সগুনা পঞ্চায়েত এলাকার। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মুণ্ডু কেটে খুন করা হয়েছে এবং খুন করার পর মুণ্ডুটি দূরে ফেলে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় ꦆশুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সগুনা এলাকা🍌র আনন্দনগরের জঙ্গল থেকে ওই কঙ্কাল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে কঙ্কালটি উদ্ধার করে ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালটি দেড় মাস আগের। যেভাবে কঙ্কাল থেকে মুণ্ডু আলাদা ছিল তাতে এটিকে খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরে সে বিষয়ে স্পষ্ট জানা যাবে। জানা গিয়েছে, ওই জঙ্গলে মানুষের যাতায়াত খুবই কম হওয়ায় এতদিন সেখানে কেউ কঙ্কাল করে থাকার বিষয়টি টের পাননি।💮 এই অবস্থায় গত ২ থেকে আড়াই মাসে মধ্যে কেউ নিখোঁজ ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে কঙ্কাল উদ্ধারের ঘটনায় শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে সগুনার বিজেপি নেতা শুভাশিস বিশ্বাস বলেন, সারা রাজ্য থেকেই এখন কঙ্কাল উদ্ধার হচ্ছে। দেহটি কীভাবে সেখানে আসল তা তদন্ত করে জানতে পারবে পুলিশ। তৃণমূল পঞ্চায়েত প্রধান প্রবীর হালদার বলেন, পুলিশ তদন্ত করে দেখছে। দ্রুতই ওই কঙ্কাল কার ত🌱া জানা যাবে।