পুজোতেও গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূলের দ্বন্দ্বের ছায়া দুর্গাপুজোর উদ্ব💛োধনী অনুষ্ঠানে। আর সেই দ্বন্দ্ব এতটাই প্রকট যে একই দুর্গাপুজোর উদ্বোধন হল দু দুবার। ভাবা যায়! পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের এই ঘটনাকে ঘিরে জোর শোরগোল পড়েছে শাসকদলের অন্দরে♚। তবে এনিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।তবে দ্বন্দ্বের অভিযোগ মানতে চায়নি তৃণমূল। কিন্তু বিরোধীদের প্রশ্ন, দ্বন্দ্বই যদি না থাকে তবে কেন দু দুবার উদ্বোধন হল একই পুজোর?
চতুর্থী সন্ধ্যাতেই নন্দকুমারের এই পুজোর উদ্বোধন করে ফেলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ও পূর্ব ম🐷েদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এদিকে তাঁদের উদ্বোধনের পরেই পুজো মণ্ডপে আসেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। তাঁরা ফের ওই পুজোরই উদ্বোধন করেন।
কিন্তু তারপরেও প্রশ্নটা থেকেই গিয়েছে পুজো উদ্বোধনের ক্ষেত্রে কেন আরও একটু অপেক্ষা করা হল না? কেন একযোগে পুজো উদ্বোধনহ হল না? বাসিন্দাদের একাংশের মতে, আসলে দীননাথ দাসের সঙ্গে বিধায়ক সুকুমার দের বিরোধের কথা সর্বজন♌বিদিত। সেকারণেই পুজোকে ঘিরেও দ্বন্দ্বের ছায়া।এক গোষ্ঠী আগে পুজোর উদ্বোধন করে কৃতিত্ব নিয়ে নিল। তবে পুজোর মতো অনুষ্ঠানে এভাবে দ্বন্দ্ব থাকাটা একেবারেই কাম্য নয়।