বেআইনিভাবে সীমান্ত পার করলে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির। নিহতের নাম হাসানুজ্জামান (২৫)। রবিবার সকালে উত্তর ২🐟৪ পরগনার কৈজুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল সে। তখনই গুলিবিদ্ধ হয় ওই যুবক। খুলনা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা𓃲 করেন চিকিৎসকরা।
মৃতের বাবার দাবি, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গেছিল হাসানুজ্জামান। রবিবার ভোর ৪টে নাগাদ কৈজুড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফিরছিল সে। তখনই তাকে লক্ষ্য করে গুলি👍 চালান বিএসএফ জওয়ানরা। গুরুতর আহত হাসানুজ্জামানকে সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ উদ্ধার করেন বিজিবির সদস্যরা। এর পর তাঁকে খুলনা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহতের সাত মাসের একটি সন্তান রয়েছে।
শ্যালিকার মেয়েকে গর্ভবতী করার পর নিজের মেয়েকেও…., রেলকর্মী খুনে দাবি স্ত্রীর
গুলি চালানোর কথা স্বীকার করে বিএসএফ জানিয়েছে, রবিবার ভোরে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা🌺 করছিল। তাদের থামতে বললেও কর্ণপাত করেনি। তখন বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাতক্ষীরা সদর 🦹উপজেলার খৈতালা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উৎসবে♏র দিনে ছেলের এই নির্মম মৃত্যুর বিচার চেয়েছেন বাবা।