অনুগামীর খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীকে বিধায়ক পদ থেকে ইস্তফার হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরী। বুধবার রাতে ইসলামপুরের মাটিকুন্ডায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে খুন হন সাকিব আখতার নামে এক তৃণমূল কর্মী। এর পরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বিধায়ক করিম চৌধুরীর দাবি, খুনের পিছনে রয়েছেন জেলা সভা♉পতি কানহাই🌳লাল আগরওয়াল।
বুধবার রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছে করিম চৌধুরী বলেন, ‘রাজ্য কমিটির সুব্রত বক্সি করিয়েছে এটা। যারা আমাকে হারানোর চেষ্টা করেছিল তাদের পদে বসিয়েছে দল। করিম চৌধুরীকে দমিয়ে দিতে হবে? এই সন্ত্রাসবাদী নেতাদের হাত দিয়ে? আমি ১১ বারের জনপ্রতিধি। রাজ্য কমিটির সভাপতি আমাকে বল꧃ছেন মেনে নিতে হবে। নইলে পদত্যাগ করতে বলছেন উনি। সংগঠনের প্রেসিডেন্টকে রাখার জন্য আমাকে বিধায়কপদ থেকে ইস্তফা দি🃏তে বলছে। সংগঠনের পদ থেকে ইস্তফা দিতে বলছে। ২ দিনে যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে পদত্যাগ করে দেব’।
তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নামে ভুল বোঝানো হয়েছে। ভুলে বুঝিয়ে তাঁকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়🌱া হয়েছে। আমাকে কানহাইলালের সঙ্গে বসে সমঝোতা করতে হবে? ও আমার লেভেলে এসেছে’?
কানহাইয়ালালকে সন্ত্রাসবাদী নেতা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার থানা ঘেরাও করব। এসপি আমাকে সমঝোতা করতে বলছে কানহাইলাল আগরওয়ালের সঙ্গে। কানহাইয়ালাল বানিয়ার ছেলে। আমি ওকে মুদি দোকান থেকে রাজনীতি করতে নিয়ে এসেছিলাম। ও এখন ঠাট বাট করে বসে আছে। এসপি বলছে সেই কানহাইলালের সঙ্গে এক টেবিলে বসে সমঝোতা🙈 করতে হবে। তার থেকে ভালো আপনি আমার ইস্তফা নিয়ে পাঠিয়ে দিন। এরকম অসহায় অবস্থা আপনার? কী করবে মমতা ব্যানার্জি আপনাকে? ট্রান্সফার করবে। আমি ১১ বার🅰ের বিধায়ক। SP শেম’।
মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে প্রবীণ এই বিধায়ক বলেন, ‘মমতা ব্যানারꩲ্জিকে বলছি। আপনি যদি ২ দিনের মধ্যে জেলা সভাপতির বিরুদ্ধে পদক্ষেপ না করেন তাহলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব’।