পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২ যুবককে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন পুরুল্যার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের সতীঘাট সেতুর কাছে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অভিজিৎ পাল ও নিত্যপ্রসাদ পাল নামে ওই ২ যুবক গুরুতর আগত হন। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন জ্যোতির্ময়বাবু। সঙ্গে সঙ্গে আহতদের নিজের গাড়িতে তুলে সম্মিলনী মেডিক্যাল কলেজে পৌঁছে দেন তিনি। এদের মধ্যে অভিজিৎবাবুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, আমি পুরুল্যা থেকে কলকাতা যাচ্ছিলাম। Pআরেকজন দূরে ছিটকে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে থাকা CISF জওয়ানদের উদ্ধারে নামতে বলি। তাঁরা আহতদের আমার গাড়িতে তুলে সঙ্গে সঙ্গে সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাই। CISF জওয়ানরা এব্যাপারে তৎপরতা দেখান। আমি এব্যাপারে তাদের কাছে কৃতজ্ঞ।পরে জানা যায়, আহতদের মধ্যে অভিজিৎ কুণ্ডু নামে এক যুবকের প্রাথমিক চিকিৎসার সময়ই মৃত্যু হয়। নিত্যপ্রসাদ পাল নামে আরেক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।সাধারণ মানুষের উদ্দেশে সাংসদের বার্তা, আপনারা যে কোনও সময় মোটরসাইকেল চালালে হেলমেট পরুন। তাহলে ঝুঁকি অনেকটা কমে। আর দুর্ঘটনা ঘটতে দেখলে আহতদের সহযোগিতা করুন। সাংসদের এহেন তৎপরতার প্রশংসা করেছে সাধারণ মানুষ।