আবারও একটি সমবায় সমিতির নির্বাচনে লাল ঝড়। কার্যত সেখানে ধরাশায়ী হ🍬ল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার গাইঘাটা সমবায় সমিতির নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করল বাম। সেখানে তারা ৪০টি আসন পেয়েছে। তারফলে সেখানে খুশির হাওয়া বইছে বাম কর্মী সমর্থকদের মধ্যে।🦄 সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে সমবায় সমিতির নির্বাচনে এই জয় সিপিএমের কর্মী সমর্থকদের অনেকটাই চাঙ্গা করেছে। এই জয় লোকসভা নির্বাচনের আগে সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে শক্তি যোগাবে বলে মনে করছেন বাম নেতৃত্ব।
আরও পড়ুন: সমবায় সমিতির নির্বাচনে ব্যাপ﷽ক জয় পেল বামেরা, তেহট্টে উড়ল লাল পতাকা
গাইঘাটা সমবায় সমিতিতে ৫১টি আসন রয়েছে। বামেরা সেখানে ৪০টি আসন পেলেও মাত্র ১১ টি আসন পেয়েছে শাসক দল 𓄧তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, গাইঘাটার ডুমা এল এস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন ছিল। ২০২২ সালের এপ্রিল মাসে এই বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল। তারপরে শাসক দল সেখানে নির্বাচন করাতে আগ্রহী দেখায়নি বলে অভিযোগ। তাই নিয়ে মামলা গড়ায় আদালতে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সেখানে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়।
সিপিএমের অভিযোগ, শাসক দল তৃণমূল কোনওভাবেই চায়ছিল না এই সমবায় সমিতির ভোট হো🌸ক। এর আগে সিপিএমের দখলে ছিল সমবায় সমিতি। তাদের দাবি, তখন কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। মানুষ বুঝতে পেরেছে দুর্নীতিমুক্তভাবে সমবায় সমিতি চালাতে গেলে বামেদের সমর্থন করতে হবে। সেই কারণে মানুষ🐲 ঢেলে সমর্থন করেছেন।