শহর ছাড়িয়ে এবার গ্রামে পাড়ি দিতে চলেছে ‘মা ক্যান্টিন’। এটি মু♋খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেটে খাওয়া মানুষের জন্য আর একটি প্রকল্প। সেটাই এবার সব মহকুমা হাসপাতালে শুরু হতে চলেছে। অর্থাৎ গ্রামীণ হাসপাতালে এবার মা ক্যান্টিন চালুর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মাত্র পাঁচ টাকায় ডাল, সবজি–সহ ডিম–ভাতের সুবিধা গ্র♈ামের মানুষজনও পেতে চলেছেন। ইতিমধ্যে দেড় কোটিরও বেশি উপভোক্তা সরকারি এই রান্না করা খাবারের পরিষেবা গ্রহণ করেছেন।
বিষয়টি ঠিক কী হতে চলেছে? পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, মাসে ১৫ লক্ষ মানুষ মা ক্যান্টিনের খাবার গ্রহণ করেন। এবার বিভিন্ন পুরসভায় আরও বেশি করে এই ক্যান্টিন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম থেকে মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষের মুখে সামান্য মূল্যে ডিম–ভাত তুলে দেওয়া হবে। এবার সব মহকুমাতেই মা ক্যান্টিন পৌঁছে দেওয়ার প্রস্তু💜তি চলছে।
কেমন করে তা সম্ভব হবে? স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) মা ক্যান্টিনের জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ করে থাকে। মেডিক্যাল কল🐼েজ এবং জেলা হাসপাতালে এই ক্যান্টিন আছে। দুপুরে মেলে খাবার। সেই একই ধাঁচে এবার মহকুমার সমস্ত হাসপাতালগুলিতেও মা ক্যান্টিন চালুর পরিকল্পনা করা হয়েছে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি মা ক্যান্টিনের সূচনা হয়। এই মিল প্রত💞ি দশ টাকা করে ভর্তুকি দেয় রাজ্য সরকার। প্রতি মিলে নেওয়া হয় পাঁচ টাকা। প্রথমে কলকাতা এবং পরে সাতটি কর্পোর꧃েশন–সহ এখন ১২১টি পুরসভায় এই ব্যবস্থা আছে।
আর কী জানা যাচ্ছে? সম্প্রতি স্কুলের মিড–ডে মিলে মুরগির মাংস–ভাত দেওয়ার নির্দেশ এসেছে। এমনকী কিছু পুরসভাও মা ক্যান্টিনে সপ্তাহে♓ একদিন ডিমের বদলে মাংস দেওয়ার কথা ভাবছে। এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফি♑রহাদ হাকিম বলেন, ‘রাজ্য জুড়ে সাফল্যের সঙ্গে মা ক্যান্টিন চলছে। কোনও পুরসভা চাইলে সপ্তাহে একদিন মাংস–ভাত খাওয়াতেই পারে।’
এই খবরটি আপনি পড়তে♍ পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup