মাধ্যমিক পরীক্ষার মাঝে প্রশ্ন বিতর্ক রুখতে এবার পর্ষদের তরফ থেকে নয়া পদক্ষেপ করা হয়েছিল। প্রত্যেকটা প্রশ্নপত্রে নির্দিষ্ট কিউআর কোড বসানো হয়েছিল। তবে তা সত্ত্বেও প্রশ্নপত্র 'ফাঁস' হয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে থাকা মোট ১৭ পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হয়েছে। অভিযোগ উঠছে, মালদার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের পরীক্ষার্থীরাই প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে উক্ত স্কুলের প্রধান শিক্ষক কী বলছেন? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং তারপর ইতিহাস পরীক্ষাতেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্র। এই আবহে প্রশ্নপত্র ভাইরাল হওয়ার ঘটনায় এনায়েত হাইস্কুলের হেডমাস্টার বদিউজ্জামাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘MP 2024 QUESTION OUT’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। (আরও পড়ুন: গভীর রাতে নাটকীয় পরিস্থিতি, ডিএ আন্দোলনকে 'রানআউট' করতে ꦯগিয়ে 'হিটউইকেট' পুলিশ)