ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়া বিধি নিয়ে আলোচনা তুঙ্গে। এনিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে সরব হয়েছেন বিরোধীরা। সেক্ষেত্রে সংসদে এই বিল পেশ করা হলে স্বাভাবিকভাবেই বিরোধীরা সরব হতে পারে💙ন। রাজ্য সরকারও এনিয়ে বিরোধিতা করেছে। পাশাপাশি ইতিমধ্যেই আদিবাসী সংগঠনগুলিও এর প🎶্রতিবাদে সরব হয়েছে। এবার আদিবাসী দিবসেই দেওয়ানি বিধির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আদিবাসী দিবসে ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে এর বিরোধিতায় আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ‘জাতীয় স্তরে ইন্ডিয়🌼া, আর এখানে বিজেন্ডিয়া’, সিপিএম–কংগ্রেসকে তোপ মমতা❀র
এদিন ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানের যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিটা ধর্মের, জাতির বিয়ের বিশেষ পদ্ধতি রয়েছে। হঠাৎ করে ইউনিফর্ম সিভিল কোড করছে কেন্দ্র। ওদের নিয়মে বিয়ে করতে হবে। কেন করবেন?’ এরপরে আদিবাসীদের বিয়ের রীতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের বিয়ের নিজস্ব রীতি রয়েছে। ডালার উপর বউকে সাজিয়ে নিয়ে যাওয়া🌊র নিয়ম রয়েছে। আপনাদের জাহের থান আছে, মাঝের থান আছে।’ মমতার স্পষ্ট বার্তা, ‘প্রতিটা ধর্ম, জাতির আলাদা নিয়ম রয়েছে বিয়েতে। তাই এখান থেকে বলে যাচ্ছি ইউনিফর্ম সিভিল কোড মানি না মানবো না। যা চলছে তাই চলবে।’ মমতার দাবি, প্রত্যেকটা মানুষের জামা কাপড় পরার স্বাধীনতা রয়েছে, খাওয়া-দাওয়ার স্বাধীনতা রয়েছে, ধর্মকে প্রতিপালন করার স্বাধীনতা রয়েছে। কেন্দ্রের এই বিধি তার বিরোধ💛ী।