অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি টাকা লেনদেন চক্রের হদিশ পেল দার্জিলিং জেলার পুলিশ। মঙ্গলবার ফাঁ𒁏সিদেওয়া থানা এলাকার নিজবাজার ও হাগরাগছে হানা দিয়ে প্রচুর ডেবিট কার্ড, ব্যাঙ্কের নথি, আধার নম্বর উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। অন্য এক অভিযুক্তের খোঁজে তল্🐎লাশি চলছে।
আরও পড়ুন: এবার রাজপথে ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরꦅেশ পাল, BℱJP-র প্রশ্ন কার?
পড়তে থাকুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দ🌃িল হাইকোর্ট
অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) অভিষেক রায়ের নেতৃত্বে ফাঁসিদেওয়ার পশ্চিম নিজবাজার ও হাগরাগছে হানা দেন পুলিশ আধিকারিকরা। নিজবাজারে অনিল গোপ নামে এক ব্যক্তির বাড়ি থেকে✅ উদ্ধার হয় প্রচুর ডেবিট কার্ড, ব্যাঙ্কের খাতা, আধার নম্বরসহ অন্যান্য নথি। উদ্ধার হয় ৫০ হাজার নগদ। অনিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুড়িখাওয়া মোড়ে শহিদুল নামে আরেক ব্যক্তির বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তবে পুলিশি হানার খবরে সে আগেই গা ঢাকা দেয়। শহিদুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা🉐।
আরও পড়ুন: শাহজাহানের বিরুদ্ধে আজ চার্জশিট𒆙 জমা পড়ল আদালতে▨, দুর্নীতির অভিযোগ ইডির
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করে বেআ🍌ইনি টাকা লেনদেন করত চক্রটি। মোটা কমিশনের বিনিময়ে লক্ষ লক্ষে টাকা বেআইনিভাবে পৌঁছে দেওয়া হত নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। তদন্তে নেমে পুলিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির নথি যাচাই করছে। কাদে𓂃র কাছ থেকে কত টাকার বিনিময়ে অ্যাকাউন্টগুলি ভাড়া নেওয়া হয়েছিল, না কি অন্য কোনও উপায়ে ভুয়ো তথ্য দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল তা জানতে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা। সঙ্গে শহিদুলের খোঁজেও চলছে তল্লাশি।