তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ প্ไরকল্পের স্বাস্থ্য শিবিরগুলিতে ব্যাপক সাড়া মিলছে। পরিষেবা নিতে এদিন ডায়মন্ড হারবার বিধানসভার প্রতিটি স্বাস্থ্যশিবিরে রোগীদের ভালোই ভিড় হচ্ছে। আর রোগীরা চিকিৎসাও পাচ্ছেন। চতুর্থ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য শিবিরে গিয়ে দ্রুত চিকিৎসা পেল বাগদার দুর্ঘটনাগ্রস্ত এক নাবালিকা। দ্রুত তাকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ꦕস্থানান্তর করা হয়েছে। এর আগের দিন এক শিশুর হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ায় তাকে জেআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেবাশ্রয় প্রকল্পে এভাবে পরিষেবা পাওয়ায় খুশি ডায়মন্ড হারবারের বাসিন্দারা।
আরও পড়ুন: সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক, স্বাস্থ🔴্যশিবির হবে ডায়মন্ড হারবার জুড়ে
জানা গিয়েছে, ৯ বছরের মেয়েটির নাম সাদিকা সুলতানা। দুর্ঘটনায় আহত হয়েছিল মেয়েটি। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাগদা তাজ ক্লাব সেবাশ্রয় শিবিরে। সেখানে উপস্থিত চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের দ্রুত পদক্ষেপের চিকিৎসার জন্য তাকে ডায়মণ্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মেয়েটির বাবা আলি হোসেন মোল্লা বলেন, ‘আমার মেয়ে দুর্ঘটনায় আহত হয়। আমরা বাগদা তাজ ক্লাবের সেবাশ্রয় শিবিরে যায়। যেখান থেকে আমাদের ডায়মণ্ড হারবার হাসপাতালে পাঠানো হয়। আমরা সেখানে খুব ভালো চিকিৎসা পাই।’ তিনি এরজন্য সেবাশ্রয় শিবিཧরের স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানান।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সাদিকা ছাড়াও এদিন প্রীতিকণা ঘোষ এবং নরেন মাইত🔯ির মতো রোগীরাও সেবাশ্রয় শিবির থেকে চিকিৎসা পেয়েছেন। তারা এরজন্য ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছ🔥েন।