দুটি জাতীয় সড়কের খুব প্রয়োজন। আর সেই কাজ শুরু করতে চায় নবান্ন। লোকসভা নির্বাচনের আগেই নতুন দুটি জাতীয় সড়কের কাজ শুরু করতে চায় নবান্ন। এমনকী বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও হয়ে গিয়েছে। এই নতুন দুই জাতীয় সড়কের কাজ শুরু করতে নবান্নের শীর্ষকর্তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। এই জাতীয় স🃏ড়ক তৈরি হলে একদিকে দূরত্ব কমবে অপরদিকে ব্যবসা বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই তা লোকসಞভা নির্বাচনের প্রাক্কালে কাজটি শুরু করতে পর্যালোচনা করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে এই দুটি জাতীয় সড়ক শেষ হতে সময় লাগবে বলে জানা গিয়েছে।
নয়া জাতীয় সড়ক দুটি কী কী? নবান্ন সূত্রে খবর, ডানকুনি–বারাণসী এবং খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত নতুন দুটি জাতীয় সড়কের কাজ নিয়ে এদিন উচ্চপর্যয়ের বৈঠক হয়ে গেল নবান্নে। সেখানে নতুন দুটি জাতীয় সড়কের কাজ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই দুটি জাতীয় সড়ক ফাঁকা জমির উপর দিয়ে গড়ে তোলা হবে। এই দুই নতুন জাতীয় সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের 🧸সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে রাজ্য সরকারের। ডানকুনি–বারাণসী জাতীয় সড়ক একদম পৃথকভাবে গড়ে উঠবে। আর তার ফলে কলকাতা থেকে বারাণসী যাতায়াতের সময় অনেকটাই কমবে।
এদিকে এই জাতীয় সড়ক গড়ে তোলার জন্য অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। তাই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা হয়। কারণ জাতীয় নির্মাণ করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। তাছাড়া এই দুটি জাতীয় সড়কের প্রস্তাব আসতে তাতে সম্মতি জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্🌸ত্রী নীতীন গড়কড়ি। তবে সেটা ছিল প্রাথমিক আলোচনা। এবার এটা নিয়ে বিস্তারিত কথা হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আর তাই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়কগুলির বিষয় নিয়ে পর্যালোচনা করেন। সেখানে আলোচনা হয় এই দুই নতুন জাতীয় সড়কের প্রস্তুতির কাজ নিয়ে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘আমি ডায়মন্ডহারবারের সাংসদকে প্রাক্তন বানাবো’, লোকসভা নির্ℱবাচনে প্রার্থী নওশাদ!
আর কী জানা যাচ্ছে? এই বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে এই নতুন দুই জাতীয় সড়ক গড়তে জমি অধিগ্রহণ কাজ শেষ করতে হবে। তবে কত ক্ষতিপূরণ দিতে হবে সেটার ৯০ শতাংশ সমীক্ষার কাজ শেষ হয়েছে। সমীক্ষা না হওয়া জেলাগুলির কাজ শেষ করতে হবে নভেম্বর মাসের মধ্যে বলা হয়েছে। এই বৈঠকে নানা জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। তাই অন্যান্য জাতীয় সড়কগুলির অবস্থা নিয়ে রিপোর্ট নেন মুখ্যসচিব। ৩৪ নম্বর জা�♏�তীয় সড়কের কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্যসচিব উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককে।