প্রায় আট মাস পরে সর্বসাধারণের জন্য আবারও চালু হল লোকাল ট্রেন পরিষেবা। তাতে হাঁফ ছেড়ে বাঁচলেন নিত্যযাত্রীরা। এতদিন যাতায়াতের ক্ষেত্রে যে রকম ঝক্কি হচ্ছিল, তা কিছুটা কমবে বলে আশাবাদী তাঁরা।ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিভিন্ন লাইনের ট্রেনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, নৈহাটি-ব্যান্ডেল লাইনে মোট ১৮ টি ট্রেন চলবে। ন'টি আপ ট্রেন এবং ন'টি ডাউন ট্রেন চলবে। একনজরে দেখে নিন নৈহাটি-ব্যান্ডেল লাইনের ট্রেনের সূচি -নৈহাটি-ব্যান্ডেল লোকালসকাল ৬ টা ১৮ মিনিট।সকাল ৭ টা ৩০ মিনিট।সকাল ৭ টা ৫৫ মিনিট।সকাল ৮ টা ৩৩ মিনিট।সকাল ৯ টা ৪২ মিনিট।বিকেল ৫ টা ১৮ মিনিট।সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট।সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট।রাত ৯ টা ১৫ মিনিট।ব্যান্ডেল-নৈহাটি লোকালসকাল ৫ টা ৩২ মিনিট।সকাল ৬ টা ৪৫ মিনিট।সকাল ৭ টা ২১ মিনিট।সকাল ৮ টা ২ মিনিট।সকাল ৯ টা ১২ মিনিট।বিকেল ৪ টে ৫০ মিনিট।সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিট।সন্ধ্যা ৭ টা ২০ মিনিট।রাত ৮ টা ৩৫ মিনিট।তবে লোকাল ট্রেনে যাতায়াতের যাত্রীদের করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে। বাধ্যতামূলক পরতে হবে মাস্ক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। বসতে হবে নির্দিষ্ট আসনে। সেভাবেই বুধবার সকালে লোকাল ট্রেনের সফর করেছেন যাত্রীরা। পরে বেলার দিকে অবশ্য ভিড়ের চেনা ছবি ধরা পড়েছে।