রামপুরহাট গণহত্যায় মূল অভিযুক্ত আনারুল হোসেনকে নিয়ে চরমে পৌঁছল তৃণমূলের অন্দরের দ✱ায় ঠেলাঠেলি খেলা। এবার অনুব্রত মণ্ডলকে কাঠগড়ায় তুলে পালটা চিঠি ফাঁস করল আশিস বন্দ্যোপাধ্যায় শিবির। তাতে দেখা যাচ্ছে রামপুরহাট পুরসভা নির্বাচনের দলের পরিচালন কমিটিতে সবার ওপরে রয়েছে আনারুলের নাম। নীচে সই করেছেন অনুব্রত। আশিস বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রশ্ন, আনারুলকে পদ থেকে সরাতে চাইলে কেন রা🔯মপুরহাট পুর নির্বাচনের কমিটিতে সবার ওপরে তাঁর নাম রাখলেন অনুব্রত।
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের তরফে একটি চিঠি ‘ফাঁস’ করে দাবি করা হয়, রামপুর𝔉হাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সুপারিশেই আনারুলকে পদে রেখেছিলেন তিনি। আনারুল তাঁর ঘনিষ্ঠ নয় প্রমাণ করতে বৃহস্পতিবার অনুব্রত বলেন, গত জুনে বিধানসভা নির্বাচনের পর আমি রামপুরহাটে বৈঠক করে আনারুলকে ব্লক সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিই। ওখানে দলের ফল ভালো হয়নি। কিন্তু আশিসদা আমাকে আনারুলকে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত রেখে দিতে অনুরোধ করেন। বলেন, আমি শুধরে নেব। সিনিয়র নেতার অনুরোধ ফেলতে পারিনি।
পরদিনই আশিস বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে ফাঁস করা হল দলের আরেকটি চিঠি। ♍বীরভূম জেলা তৃণমূলের লেটারহেডে লেখা সেই চিঠিতে দলের রামপুরহাট পুর নির্বাচ♌ন পরিচালন কমিটি ঘোষণা করা হয়েছে। তাতে সবার ওপরে রয়েছে আনারুল হোসেনের নাম। আর নীচে রয়েছে অনুব্রতর সই। আশিস শিবিরের প্রশ্ন, পদ থেকে যদি সরাতেই চাইবেন, তাহলে কেন তালিকায় সবার ওপরে আনারুলের নাম রাখলেন অনুব্রত?
বিরোধীদের দাবি, বগটুই গণহত্যায় মূল অভিযুক্ত আনারুলের মাধ্যমে ভাদু শেখের বেআইনি কারবারের টাকা পৌঁছত অনুব্রতর কাছে। এমনকী এই ঘটনায় অনুব্রতকে গ্রেফতꦫারির দাবিও তুলেছে বিজেপি।