🐼 ব্যবধান কয়েক ঘণ্টার, রাজ্যে হিন্দু ভোট নিয়ে মত বদলে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দমদম বিমানবন্দরে বললেন, ‘সিপিএম ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। আর সিপিএমের ৯৮ শতাংশ হিন্দু ভোট।’ কয়েক ঘণ্টা পর অন্ডাল বিমানবন্দরে তিনি বলেন, ‘পশ্চিমবাংলায় গত উপ নির্বাচনে, ৪টে কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি।’
꧋লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের ৪ কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনের নজরদারিতে আধাসেনা মোতায়েন করে হয়েছিল ভোট। সেই ভোটে ৪টি বিধানসভা উপ নির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে দাবি করলেন শুভেন্দুবাবু। সঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে সুস্থ, অবাধ ভোট হলে কোনও হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না।
🧔এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পশ্চিমবাংলায় সুস্থ, গণতান্ত্রিক, অবাধ ভোট হলে কোনও হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। আমি আবারও বলছি, কোনও হিন্দু, সনাতনী, জনজাতি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। পশ্চিমবাংলায় গত উপনির্বাচনে আমরা দেখেছি, ৪টে কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুধু বিজেপি নয়, তৃণমূল ও সিপিএমের হিন্দুদেরও ভোট দিতে দেওয়া হয়নি।’
🌊যদিও তার ঘণ্টা কয়েক আগে শুভেন্দুবাবুকে দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বলতে শোনা যায়, ‘সিপিএম মূলত হিন্দু ভোট কেটে তৃণমূলকে জেতাচ্ছে। এই দমদমে ২ লক্ষ ৪১ হাজার ভোট সিপিএম পেয়েছে। এই ভোটের শতকরা ৯৮ শতাংশ হিন্দু ভোট।’ তিনি বলেন, ‘বরানগর বিধানসভা উপনির্বাচনে মাত্র ৮ হাজার ভোটে জিতেছে তৃণমূল। যা তৃণমূলের কাছে উদ্বেগের। তন্ময় ভট্টাচার্য ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছেন।’
𓃲প্রশ্ন উঠছে, হিন্দুরা ভোট না দিতে পারলে সিপিএম ৯৮ শতাংশ হিন্দু ভোট পেল কী করে? কী করে এত ভোট কাটলেন তন্ময় ভট্টাচার্য?