বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণের কাজ ফের শুরু হলে বলে দাবি করা হল রিপোর্টে। মাঝে প্রায় এক যুগ বন্ধ ছিল এই রেললাইন সম্প্রসারণের কাজ। তবে সুকান্ত মজুমদারের তৎপরতায় বিগত দিনে বালুরঘাটের সঙ্গে যুক্ত রেল প্রকল্পের কাজ গতি পেয়েছে। জানা গিয়েছে, হিলি পর্যন্ত রেললাইন পাতা কাজের জন্যে জমি অধিগ্রহণ শুরু হয়েছিল কয়েকদিন আগেই। তবে তা সত্ত্বেও জট দেখা গিয়েছিল। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুকান্ত। তবে এরই মাঝে নিজেদের কাজ শুরু করে দিল রেল। (আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে এবার মেট্রোর সংখ্যা বাড়ান🦂োর সিদ্ধান্ত, জানুন বিশদে.✤..)
আরও পড়ুন: কেমন দেখতে হতে পারে টিটাগড়ে তৈর🔴ি বন্দে ভার꧟ত স্লিপার ট্রেন? ভাইরাল ছবি
রিপোর্ট অনুযায়ী, বালুরঘাট ব্লকের খিদিরপুর এলাকায় রেলের জমি ফাঁকা করার কাজ শুরু হয়েছে এই হিলি লাইনের জন্যে। রেলের জমিতে দাঁড়িয়ে থাকা বাড়িঘর ভাঙা হচ্ছে মাটি কাটার মেশিন দিয়ে। এই আবহে এখানে খুব দ্রুত রেল ব্রিজ তৈরির কাজও শুরু হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময় কাজ শুরু হয়েও তা থমকে যায়। তবে সম্প্রতি ফের তৎপরতা শুরু হয়েছে এই রেললাইন সসম্প্রসারণের জন্যে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে ৩০ শতাংশ জমি তুলে দিয়েছে রেলের কাছে। (আরও পড়ুন: হাওড়া ব্রিজে সেলফি তুলতে গিয়ে বꦯাধা পেয়েছেন? জানেন কেন ওখানে ছবি তোলা নিষিদ্ধ?)
আরও পড়ুন: 🅘টাকা মিলবে,কিন্তু… রাজ্য সরকারি কর্ম😼ীদের বকেয়া DA নিয়ে বড় সিদ্ধান্ত অর্থ দফতরের
আরও পড়ুন: চোখের পলকে ܫখতম হবে শত্রু, হাইপরসনিক মিসাইলের সফল টেস্টে নয়া পালক ভারতের মুকুটে!
এদিকে জমি জট নিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দাবি, জেলা প্রশাসনের অসহযোগিতার জন্যই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা হচ্ছে না। যদিও জেলা শাসক বিজিন কৃষ্ণা দাবি করেছেন, জমি অধিগ্রহণের অনেকটা কাজই শেষ। রেলের হাতে অনেকটা জমি হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গতবছরই কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের একাধিক রেল প্রকল্প সম্পন্ন করার বিষয়ে দাবিপত্র জমা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই হিলি রেল লাইন সম্প্রসারণ প্রকল্পে আরও তৎপর হয়েছিল কেন্দ্রীয় সরকার। বরাদ্দ করা হয়েছিল বিপুর পরিমাণ অর্থ। তবে তারপরে সেভাবে কাজ এগোয়নি জমি জটের জেরে। (আরও পড়ুন: এবার সরক🔯ারি কর্মীদের ন্যূনত বেতন বেড়ে হবে ৫১,৪৫১? বড় দাবি খোদ JC🌱M সচিবের)
আরও পড়ুন: 🌳ভারতে প্রথম বুলেট ট্𒉰রেন তৈরি করা সংস্থার হাত ধরেই লক্ষ্মীলাভ হবে বাংলার?
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত রেল করিডর তৈরির পরিকল্পন🌄া রয়েছে কেন্দ্রীয় সরারের। এর আগে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য প্রায় ৫০০ কোটি টাকা খরচ কর💙বে রেল। গত ২০২৩ সালের অগস্ট মাসে ১৫৫ কোটি টাকা বরাদ্দ করে রেল। সেই টাকা জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয় বলে জানায় উত্তর-পূর্ব রেল। উল্লেখ্য, এর আগে আইনি জটিলতার জেরে এই রেল প্রকল্পের কাজ থমকে ছিল। তবে ২০২২ সালের নভেম্বর মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এই প্রকল্প নিয়ে তোড়জোড় শুরু হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রাথমিক ভাবে এই রেল প্রকল্পের জন্য জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য ২৯৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলকে।