রাজ্যের রাজনৈতিক মহলে ফের করোনার কোপ। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসুর পর এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পানিহাটির বিদায়ী পুরপ্রধান ও প্রশাসক স্বপন ঘোষের (৬৬)। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এলে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর শারীরিক সমস্যা বাড়তে থ🧸াকে। চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করেন। শেষে ভোর ৪টে নাগাদ পরপর দু’বার স্ট্রোক হওয়ার পর মৃত্যু হয় তাঁর।
স্বপনবাবুর দাদা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়ক নির্মলকান্তি ঘোষ ও তাঁর ছোট ছেলেও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা এখন সঙ্কটমুক্ত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিক স্বপন ঘো𒐪ষ। ৩ বছর আগে তাঁর কিডনি প্রতিস্থাপনও করা হয়।
১০ বারের কাউন্সিলর স্🅠বপনবাবু ২০১৫ সালে পানিহাটি পুরসভার পুরপ্রধান হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। এলাকায় মন্টুদা নামে পরিচিত অবিবাহিত স্বপনবাবুর মৃত্যুতে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া।