ছত্তিশগড়ের একটি মাওবাদী নাশকতা ও মাওবাদী সংগঠন নিয়ে তদন্ত করতে রাজ্যের ৭ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। আজ, মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। এনআইএ’র সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর ও জগদ্দলে। তল্লাশি চালানো হয়েছে আসানসোলের এক গবেষকের বাড়িতেও। সব জায়গাতেই মাওবাদী যোগ আছে ব💫লে খবর রয়েছে এনআইএ’ কাছে। আর গোটা যোগের পিছনে দু’জন নারী আছে বলে তথ্য পেয়েছে এনআইএ। আসানসোল এবং পানিহাটিতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।
এদিকে সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রব♚র্তী দুই মহিলার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে সম্পর্ক 🐎এবং যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এনআইএ’র এই অভিযান। শিপ্রা ও তাঁর স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে তথ্য হাতে এসেছে এনআইএ’র। তবে সুদীপ্তা একাই এই কাজ করছেন বলে সূত্রের খবর। কয়লা শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ চলছিল। আসানসোলে ঘরভাড়া নিয়ে থাকতেন শিপ্রা বলেও খবর। শিপ্রার আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লীশ্রী এলাকায়।
আরও পড়ুন: ‘দ্রুত সংস্কার করে নির্বাচন ডাকা হবে’, বাংলাদেশের ইউনুস সরকার জানাল পরের পদক্ষেপ
অন্যদিকে সোদপুরের পল্লিশ্রী এলাকায় মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তী ও মানবেশ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। আসানসোলের দুটি জায়গায় তল্লাশি করছে এনআইএ। একজনের নাম অভিজ্ঞান সরকার। যিনি গবেষক হিসাবেই পরিচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী♛ আগে সিঙ্গুর আন্দোলনেও যোগ দিয়েছিলেন বলে এনআইএ সূত্রে খবর। পরবর্তীকালে দেউচা পাঁচামি আন্দোলনের সময়েও তাঁকে দেখা গিয়েছিল বীরভূমে। বাড়ির ভিতর এনআইএ তদন্তকারীরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় তা টপকে বাড়ির ভিতর ঢোকে এনআইএ অফিসাররা।