চলন্ত ট্রেন থেকে আচমকাই নদীতে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। গেটম্যানের তৎপরতায় জীবন বাঁচল ওই যাত্রীর। প্রাণে বাঁচলেও ওই যাত্রীর কোমরের হাড় ভেঙে গিয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্൩য ছড়ায় এলাকায়। ওই যাত্রীর পরিচয় এখনও ♑জানা যায়নি। তা জানার চেষ্টা করছে রেল পুলিশ।
রাজস্থানের বারমেঢ় থেকে গুয়াহাটি যাচ্ছিল বিকানির এক্সপ্রেস। সেই সময় এই দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ১ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ৬ নম্বর রেল গেটের কাছে। জানা গিয়েছে, ১৬ নম্বর গেট পার করার পরেই ওই যাত্রী আ🍸চমকা ট্রেন থেকে পড়ে যান। ট্রেনে কর্তব্যরত আরপিএফের নজরে আসে বিষয়টি। তখন ১৭ নম্বর রেল গেট ট্রেনটি পার করার সময় ওই গেটের গেটম্যানকে যাত্রী পড়ে যাওয়ার বিষয়টি চিৎকার করে জানান ওই আরপিএফ। তিনি চিৎকার করে বলেন, ‘আদমি গির গ্যায়া।’ তখন সেখানকার গেটম্যান তিলক দাস বিষয়টির গুরুত্ব বুঝে তৎপরতার সঙ্গে ১৬ নম্বর গেটের গেটম্যানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ১৬ নম্বর গেটের গেটম্যান দৌড়ে গিয়ে দেখেন নদীতে এক💮জন পড়ে রয়েছেন। স্থানীয় এবং আরপিএফের চেষ্টায় অবশেষে ওই যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।