দেশের সব থেকে বড় ইন্টারলকিং ব্যবস্থা চালু করতে শুক্রবার বেলা ৩টে থেকে থেকে বন্ধ হয়ে গিয়েছে পূর্ব রেলের গুরুত্বপূর্ণ ব্যান্ডেল স্টেশন। সোমবার পর্যন্ত ব্যান্ডেল স্টেশন দিয়ে যাতায়াত করবে না কোনও ট্রেন। এর ফলে বাতিল হয়েছে ওই পথে চলাচলকারী সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইন্টারলকিংয়ের জেরে বদলে যেতে চলেছে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর।পূর্ব রেলের তরফে জারি এক নির্দেশিকায় জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে আগামী ৩১ মে থেকে বদলে যাবে ব্যান্ডেল জংশনের সমস্ত প্ল্যাটফর্ম নম্বর। সেই মতো নতুন নম্বর দিয়ে চিহ্নিত করবেন রেলকর্মীরা। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে 1B প্ল্যাটফর্মের নাম হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1A-র নাম হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম বলে পরিচিত, সেটি হয়ে যাবে 3 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে 2 নম্বর প্ল্যাটফর্ম হবে 4 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে 3 নম্বর প্ল্যাটফর্ম হবে 5 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে 4 নম্বর প্ল্যাটফর্ম হবে 6 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে 5 নম্বর প্ল্যাটফর্ম হবে 7 নম্বর প্ল্যাটফর্ম।ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে ব্যান্ডেল গিয়ে রেল চলাচল আরও সুগম হবে বলে জানিয়েছে রেল। সঙ্গে বাড়বে রুটের সংখ্যাও।