বারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। তবে দুষ্কৃতীদের পরিচয় অথবা রাজনৈতিক যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি। ধৃতদের আজ শনিবার বারাকপুরে আদালতে তোলা হবে। তবে পুলিশের ওপর ভরসা নেই বলেই জানিয়েছেন বিজেপি নেতা। এদিকে, এই ঘটনায় শনিবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে তাঁকে খুনের চক্রান্ত করছেন।
আরও পড়ুন: ‘বাম জমানায় ম🌳ালখানা থেকে অস্ত্র তুলে দিতেন’ মনোজের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন
শুক্রবার সকালে ভাটপাড়ার মেঘনা মোড় এলাকায় অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছিল। তাতে সামান্য আহত হয়েছিলেন অর্জুন সিং। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সরগরম হয়ে ওঠে বারাকপুরের রাজনীতি। এই ঘটনার জন্য অর্জুন সিং অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। পরে ঘটনায় তৎপরতার সঙ্গে ত𓂃দন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে জগদ্দল পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। এরপরেই ৪ জনকে গ্রেফতার ꦬকরে।
অর্জুন অভিযোগ তুলেছিলেন, যে ﷽পুলিশের সামনেই অন্তত ২৫ টি বোমা ছোড়া হয়েছিল সেদিন। ১৫-২০ জনের দুষ্কৃতীদল এই হামলা চালিয়েছিল। তবে তৃণমূলের বিরুদ্ধে অর্জুন অভিযোগ তুললেও শাসক দলের নেতারা তা অস্বীকার করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, প্রাক্তন সংসদের অনুগামীরাই এই হামলা করেছেন। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। পরে শনিবার সাংবাদিক বৈঠক করে ফের শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেন অর্জুন। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলেন, ‘তৃণমূল নেত্রী আমাকে খুন করার চক্রান্ত করছেন। নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। উনি ভাবছেন এই ছাগল, গরুকে দিয়ে আমাকে খুন করাবেন।’