রাজ্যে ফের পুলিশের হাতে ধরা পড়ল এক ভুয়ো ডাক্তার। ডিগ্রি না থাকা সত্ত্বেও চিকিৎসক বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। একটি বাড়ি ভাড়া নিয়ে চেম্বারও খুলেছিলেন। এমনকী টিউমারের অস্ত্রোপচারও করেছেন। শেষে বাড়িওয়ালার তৎপরতায় পুলিশের হাতে ধরা পড়ল ওই ভুয়ো ডাক্তার। পাশাপ🎀াশি, স্থানীয়রা ভুয়ো চিকিৎসককে মারধর করেন বলেও জানা গিয়েছে। ঘটনাটি শিলিগ♍ুড়ির।
আরও পড়ুন: রয়েছে রোগীর শয্যা, অস্ত্রোপচারের ঘর! হরিয়ানায় ৩০টি ভুয়ো 💖হাসপাতালের হদিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম রঞ্জন সরকার। সম্প্রতি শিলিগুড়ির সূর্যসেন কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেখানে নিজের চেম্বার খুলে রোগী দেখছিলেন। এমনকী সেখানে রোগীদের 🎃অস্ত্রোপচারের ব্যবস্থাও করেছিলেন। জানা গিয়েছে, ধৃত ভুয়ো চিকিৎসক আসলে অসমের রাঙ্গিয়ার বাসিন্দা। তিনি একমাস ধরে সূর্য সেন কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঞ্জন যে বাড়িতে থাকছিলেন সেই বাড়িওয়ালার মাথায় টিউমার হয়েছিল। সেই টিউমারের অস্ত্রোপচার করেছিলেন রঞ্জন। কিন্তু তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় বাড়িওয়ালা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা জানান, তাঁর ভুল চিকিৎসা করা হয়েছে । পরে বাড়িওলা বাড়ি ফিরে রঞ্জনকে প্রশ্ন করেন। তখনই তাঁর মনে সন্দেহ হয়। এরপরে রঞ্জনকে পুলিশের হাতে তুলে দেন তিনি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে জানতে পারে আসলে তার ডাক্তারির কো﷽নও ডিগ্রি ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার অনেকেই তার কাছে চিকিৎসা করিয়েছিলেন। ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই ওই ভুয়ো চিকিৎসককে মারধর করেন বলে জানা গিয়েছে।