লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল সাব পোস্ট মাস্টা♎রের বিরুদ্ধে। এই অভিযোগে ওই সাব পোস্টমাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাব পোস্টমাস্টারের নাম সুদীপ্ত মণ্ডল। তার বিরুদ্ধে ১১ লক্ষ ১৬ হাজার ৭৯ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পোস্ট অফিসে কꦉর্মরত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন পোস্ট অফিসেই এক কর্মী। পোস্ট অফিসের টাকা-পয়সার দায়িত্ব ছিল সুদীপ্ত মণ্ডলের উপর। অভিযোগ, তিনি পোস্ট অফিসের লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। সেই অভিযোগ পেয়ে পোস্ট অফিস পরিদর্শনে যান সিউড়ি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্টঅফিস সুদীপ্ত রক্ষিত। সেখানে গিয়ে দেখতে পান প্রায় ১১ লক্ষ টাকার কোনও হিসেব নেই। এরপর টাকা কোথায় আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্ট তা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি সাব পোস্ট মাস্টার। তারপরে সাব পো🍸স্ট মাস্টারের বিরুদ্ধে সদাইপুর থানায় অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতে আজ সুদীপ্ত মণ্ꦏডলকে গ্রেফতার করে পুলিশ।