কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা–সহ বোমা, গুলি চলার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আবার এই ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কোচবিহারের সাহেবগঞ্জ থানা। সেখানে মোট ৪৮ জন বিজেপি নেতা–কর্মীর নাম রয়েছে মামলার তালিকায়। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে ২১ জন। সুতরাং রাজ্য–রাজনীতিতে এখন জমজমাট চিত্রনাট্য। এই ঘটনা নিয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘বুড়ি🌜রহাটের ঘটনায় সাহেবগঞ্জ থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। দু’টি বাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় দু’জন দু’টি পৃথক মামলা দিনহাটা থানায় দায়ের করেছেন।’
এই ঘটনা ꦗনিয়ে রাজ্যের উপর চাপ তৈরি করতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই কড়া বিবৃতি জারি করে রাজভবন। আর পুলিশ সূত্রে খবর, এই মামলায় বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস, দিনহাটা শহরের মণ্ডল সভাপতি অজয় রায়, বিজেপি নেতা জয়দীপ ঘোষ, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ–সহ অনেকেরই নাম রয়েছে। এমনকী জামিন অযোগ্য ধারাযꦯ় মামলা করা হয়েছে। যদিও বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে। জবাব আসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। আর তা নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি।
ঠিক কী অভিযোগ বিজেপির? স্বয়ং নিশীথ প্রামাণিক বলেন, আমাকে আক্রমণ করার মানেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা। আর বিজেপির জেলা সভাপতি সুকুমার রা♒য় বলেন, ‘প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে। যাঁদের গাড়ি ভাঙল, যাঁদের বাড়ি ভাঙা হল, পুলিশ তাঁদের নামে মামলা দিয়েছে। আর তৃণমূলের যাঁরা হামলা চালাল, পুলিশ তাঁদের নিরাপত্তা দিচ্ছে।’ এদিকে আগামীকাল, মঙ্গলবার কোচবিহারে আসছেন বিজেপির রাজ্𓆉য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি হুঙ্কার ছেড়েছেন, কত গুলি, বোমা আছে তৃণমূলের দেখতে কোচবিহারে ঘুরে বেড়াব।